হাইতিতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত অন্তত ২৫

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-15 09:19:41

হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্রাকে বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। তাদের মধ্যে অনেকেই গুরুতর দগ্ধ হয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার হাইতির দক্ষিণ উপদ্বীপের একটি রাস্তায় একটি জ্বালানি ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও অনেকে। ওই অঞ্চলের নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান ফিদেল নিকোলাস এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকের ট্যাঙ্ক ছিদ্র হওয়ায় তা থেকে জ্বালানি চুইয়ে পড়ছিল। সেই জ্বালানি সংগ্রহের চেষ্টা করছিল কিছু মানুষ। এ সময় বিস্ফোরণ ঘটে। আহতদের রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে মিরাগোয়ান বন্দরের সান্ত থেরেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কনিল নিপেসের উপকূলীয় শহর মিরাগোয়ানের কাছে এই ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন এবং বলেছেন, ‘এটি ভয়ঙ্কর দৃশ্য, যা আমি এইমাত্র প্রত্যক্ষ করেছি’।

এর আগেও, ২০২১ সালে হাইতির দ্বিতীয় বৃহত্তম শহর ক্যাপ-হাইতিয়েনে একটি জ্বালানি ট্রাক বিস্ফোরিত হয়ে ৬৬ জন নিহত হন।

এ সম্পর্কিত আরও খবর