ফের স্বল্প মাত্রার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-18 12:45:23

স্বল্প-পাল্লার একাধিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয় এক সপ্তাহের মধ্যে এসব ক্ষেপণাস্ত্রের দ্বিতীয় বার পরীক্ষা চালিয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। খবর আল জাজিরা।

উত্তর কোরীয় নেতা কিম জং উনের শাসনামলে চলতি বছর বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।

এদিকে বিশেষজ্ঞরা বলেছেন, উত্তর কোরিয়ার মিত্র রাশিয়ার কাছে ইউক্রেনে ব্যবহারের জন্য এসব অবৈধ অস্ত্র সরবরাহ করতে পারে।

তবে, পিয়ংইয়ং রাশিয়ার সাথে নিষিদ্ধ অস্ত্র বাণিজ্যের কথা অস্বীকার করেছে। কিন্তু কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ অচলাবস্থার কারণে উত্তর কোরিয়া এই বছর দক্ষিণ কোরিয়াকে তাদের ‘প্রধান শত্রু’ ঘোষণা করেছে এবং সম্প্রতি পরমাণু সক্ষম অস্ত্র সীমান্ত এলাকায় মোতায়েন করেছে।

এ সম্পর্কিত আরও খবর