ফ্লাইটে পেজার-ওয়াকিটকি বহন নিষিদ্ধ করেছে লেবানন

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-19 18:37:07

ফ্লাইটে যাত্রীদের পেজার ও ওয়াকিটকি ব্যবহার নিষিদ্ধ করেছে লেবানন সরকার।

মঙ্গলবার দেশজুড়ে ৫ হাজার পেজার বিস্ফোরণে ১২ জন এবং বুধবার ওয়াকিটকি বিস্ফোরণে ২০ জন বিস্ফোরণে প্রেক্ষিতে লেবানন সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা এ খবর জানায়।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবরে বলা হয়, লেবাননের সিভিল এভিয়েশনের ডিরেক্টর জেনারেল এক নির্দেশনায় জানিয়েছেন, ফ্লাইটে কোনো যাত্রী কোনো ধরনের পেজার ও ওয়াকিটকি বহন করতে পারবেন না। মঙ্গল ও বুধবার সমন্বিত হামলা পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার লেবানন জুড়ে ৫ হাজার পেজার বিস্ফোরণ ঘটলে ১২ জন নিহত এবং ৩ হাজার আহত হন। একইভাবে বুধবার ওয়াকিটকি বিস্ফোরণ ঘটলে ২০ জন নিহত এবং ৪শ ৫০ জন আহত হয়েছেন। এরপরেই লেবানন সরকার ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি বহন নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করে।

এদিকে, লেবাননের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়েছেন, এ ধরনের হামলা লেবাননের স্বার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি। এ ধরনের হামলার ঘটনা যুদ্ধকে আরো বিস্তৃত করতে পারে।

এ সম্পর্কিত আরও খবর