ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্মিলিত বিমান হামলা

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-05 08:54:52

ইয়েমেনের হোদেইদাহ বিমানবন্দর, সানা এবং ধামার সিটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শুক্রবার এ হামলা চালায় বলে জানিয়েছে হুথি সমর্থিত টেলিভিশন চ্যালেন আল মাসিরাহ টিভি।

শনিবার (৫ অক্টোবর) আল মাসিরাহ টিভির বরাত দিয়ে আলজাজিরা এ খবর জানায়।

খবরে বলা হয়, শুক্রবার রাতে ইয়েমেনজুড়ে হুতি বিদ্রোহীদের ঘাঁটিতে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। রাজধানী সানা এবং হোদেইদাহ বিমানবন্দর এবং ধামার শহরের দক্ষিণ দিকেও হামলা চালানো হয়েছে বলে আল মাসিরাহ টিভি জানিয়েছে। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তবে এ হামলার সঙ্গে যুক্তরাজ্য জড়িত নয় বলে জানিয়েছে বলে বৃটিশ সরকারের একটি সূত্র জানিয়েছে ।

হামাস-ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে গত নভেম্বর থেকে ইয়েমেনের কাছাকাছি স্থানে আন্তর্জাতিক শিপিংয়ে হামলা শুরু করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

এ সম্পর্কিত আরও খবর