মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি হাউজ অফ জুডিশিয়ারিকে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের খসড়া প্রস্তুতের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে ন্যান্সি পেলোসি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে পেলোসি বলেন, আমি হাউস জুডিশিয়ারির চেয়ারম্যান জেরল্ড ন্যাডলারকে ইমপিচমেন্ট এগিয়ে নিয়ে যেতে বলেছি। তদন্তের পরবর্তী পদক্ষেপ হিসেবে অভিশংসনের খসড়া প্রস্তুত করা প্রয়োজন।
পেলোসি বলেন, ‘জাতীয় নিরাপত্তা স্বার্থ বিকিয়ে দিয়ে প্রেসিডেন্ট তার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থের জন্য (ইউক্রেনকে) সামরিক অনুদান দেয়া বন্ধ করে দিয়েছিলো। নিজের রাজনৈতিক বিরোধীর বিরুদ্ধে তদন্ত চালানোর জন্য ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি। আমাদের গণতন্ত্র আজ ঝুঁকির মুখে। অভিশংসনের কাজ শুরু করা ছাড়া আর কোনো পথ আমাদের জন্য খোলা রাখেন নি প্রেসিডেন্ট।’
এর আগে বুধবার (৪ ডিসেম্বর) ট্রাম্পের বিরুদ্ধে শুনানিতে তিন আইন বিশেষজ্ঞ 'ট্রাম্প অভিশংসনযোগ্য' বলে মন্তব্য করেন।
তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে বিপাকে ফেলতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইউক্রেইনের ওপর চাপ সৃষ্টি করে তা অভিশংসনযোগ্য।
ডেমোক্রেট আইনপ্রণেতারা বলেন, শুধু ইউক্রেন বিষয়ে নয়, এর বাইরেও ট্রাম্পকে নিয়ে তদন্ত করা হবে।
এদিকে অভিশংসন ইস্যু তদন্তে হাউজ অফ জুডিশিয়ারিতে ডাকা পরবর্তী শুনানিতে অংশগ্রহণ করবেন না ট্রাম্প কিংবা তার পক্ষের কোনো আইনজীবী বলে জানান আইনজীবী প্যাট সিপলনি। এমনি ডেমোক্র্যাটরা অভিশংসন প্রক্রিয়া নিয়ে তড়িঘড়ি করছেন বলেও জানান ট্রাম্প পক্ষের আইনজীবী।
আরও পুড়ন: যুক্তরাষ্ট্রের অভিশংসন ইস্যু ও ট্রাম্প
অভিশংসন ইস্যু: আলোচিত নাম ন্যান্সি পেলোসি
কেন ট্রাম্পের বিরুদ্ধে এই অভিশংসন, পরিণতি কী?