করোনা সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরার পরামর্শ: ডব্লিউএইচও

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-18 16:49:27

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যদিও দুদিন আগে পর্যন্ত শুধুমাত্র আক্রান্ত ব্যক্তি ছাড়া সুস্থ ব্যক্তিদের মাস্ক পরার দরকার নেই বলে জানায় ডব্লিউএইচও।

হংকংয়ের নতুন এক গবেষণা অনুযায়ী, সুস্থ মানুষেরও মাস্ক পরা প্রয়োজন বলে জানানো হয়েছে। এর মাধ্যমে করোনার সংক্রমণ রোধ করা সম্ভব। হংকংয়ের এ গবেষণার প্রমাণাদি সাপেক্ষে বৃহস্পতিবার (২ এপ্রিল) ডব্লিউএইচও-এর বিশেষজ্ঞদের একটি প্যানেল তাদের দিকনির্দেশনা পরিবর্তন করতে যাচ্ছে।

সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডেভিড হেইমান এ প্যানেলের সভাপতিত্ব করছেন। এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন, একজন সুস্থ মানুষের মাস্ক পরার পেছনে কোনো নির্দিষ্ট সুবিধা আছে বলে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। উল্টো সঠিকভাবে মাস্ক ব্যবহার না করার কারণে ভিন্ন ফলাফল পাওয়া গেছে। আসলে মাস্ক করোনা সংক্রমণ থেকে বাঁচাতে সক্ষম কিনা তা এখনও সুস্পষ্ট নয়।

তবে যারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বা আক্রান্ত কোনো ব্যক্তিকে সুস্থ করায় কাজ করে যাচ্ছেন তাদের জন্য সঠিকভাবে এবং স্বাস্থ্যসম্মত মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক বলেও জানান তিনি।

এ গবেষণার প্রেক্ষিতে বৃহস্পতিবার অধ্যাপক ডেভিড হেইমান বলেন, আমি যে দলের সঙ্গে কাজ করছি তাদের মধ্যে এক প্রকার বিতর্ক ছিল মাস্ক ব্যবহারের বিষয়ে। কিন্তু নতুন এ গবেষণা অনুযায়ী, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিচ্ছে ডব্লিউএইচও।

আরও পড়ুন: সুস্থদের মাস্ক পরার দরকার নেই: ডব্লিউএইচও

বাতাসে করোনাভাইরাসের সংক্রমণ সম্ভব?

প্রমাণিত না হওয়া ওষুধ সেবন না করার পরামর্শ ডব্লিউএইচও'র

কানাডা-যুক্তরাষ্ট্রে করোনা চিকিৎসায় ক্লোরোকুইন

বন্যপ্রাণীর অবাধ বাণিজ্য, ভয়াবহ মহামারির দ্বারপ্রান্তে বিশ্ব

নীল আকাশ বলে দিচ্ছে, ভারত কতটা দূষণমুক্ত

পৃথিবীর যেসব অঞ্চল এখনো করোনামুক্ত

ক্ষমতার অন্দরমহলে করোনার আধিপত্য! 

এ সম্পর্কিত আরও খবর