ঢাকার আদালতে জামিননামা কেনার হিড়িক

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-08-06 16:10:47

ঢাকা আইনজীবী সমিতিতে জামিননামা কেনার হিড়িক পড়েছে। রাজনৈতিক মামলায় জামিন দেয়ার সিদ্ধান্তের পরই সকাল থেকে সমিতির ৩টি বুথে জামিননামা কেনার জন্য লাইন পড়ে যায়।

মঙ্গলবার (৬ আগস্ট) সরেজমিন গিয়ে দেখা যায়, একেকটি লাইনে ২০-৫০ আইনজীবী দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে জামিননামা কেনেন। ঢাকা আইনজীবী সমিতির ১৩৫ বছরের ইতিহাসে এমন লাইন দিয়ে কিনতে দেখা যায়নি।

এর আগে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের সঙ্গে ঢাকার জেলা জজ, মহানগর দায়রা জজ, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালত, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতসহ সব বিচারকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় যতবার জামিনের আবেদন ততবার এজলাস বসিয়ে শুনানির সিদ্ধান্ত হয়। এরপরই জামিননামা কেনার হিড়িক পড়ে।

এদিন জামিননামা কিনতে বুথের সামনে লাইনে দাঁড়ান আইনজীবী আব্দুল খালেক। তিনি বলেন, রাজনৈতিক এক মামলায় আমার এক আসামি কারাগারে আটক রয়েছে। আজ জামিন শুনানি করব। এজন্য আগে থেকে জামিননামা কিনতে লাইনে দাঁড়িয়েছি।

এ সম্পর্কিত আরও খবর