ওরিও মিল্কশেক

রেসিপি, লাইফস্টাইল

লাইফস্টাইল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 21:18:32

গরমে ক্লান্তি দূর করবে মজাদার ওরিও মিল্কশেক। জেনে নিন ওরিও মিল্কশেক বানানোর রেসিপি।

মিল্কশেকের জন্য যা লাগবে

৬ পিস ওরিও বিস্কুট

ক্র্যাশ্ড চকলেট ২টে. চামচ

চিনি দুই চামচের একটু বেশি

চকলেট সিরাপ

আইস কিউব ৩/৪টি

ভ্যানিলা আইসক্রিম।

তরল দুধ দেড় কাপ

যেভাবে তৈরি করবেন

একটি ব্লেন্ডিং জারে একে একে সব দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দিন ওরিও বিস্কুট ৫টি এরপর আইস কিউব, চিনি, চকলেট সিরাপ, দুই স্কুপ আইসক্রিম, দেড় কাপ তরল দুধ এবং ক্রাস্ড চকলেট। এবার সব একসাথে ব্লেন্ড করে নিন।

ব্লেন্ড করা হয়ে গেলে গ্লাসে সার্ভ করতে হবে। তবে তার আগে গ্লাসটি একটু গার্নিশ করে নিন চকলেট সিরাপ দিয়ে। আর সেটাতেই গ্লাসটায় আলাদা লুক ক্রিয়েট হবে। এবার এর মধ্যে চকলেট মিল্কশেক ঢেলে দিন।

উপরে দিলাম এক স্কুপ আইসক্রিম। তার উপরে কিছু ক্র্যাস্ড ওরিও বিস্কুট এবং সবশেষে চকলেট সিরাপ দিয়ে ইচ্ছে মতো জিকজ্যাক করাতেই পূর্ণতা পেয়েছে। আর স্বাদ! সেটা নাহয় নিজেরাই পরখ করে দেখবেন।

এ সম্পর্কিত আরও খবর