ব্রণের সমস্যায় সহজ সমাধান

সৌন্দর্যচর্চা, লাইফস্টাইল

লাইফস্টাইল ডেস্ক, বার্তা ২৪.কম | 2023-08-28 03:53:15

ব্রণ মূলত বয়ঃসন্ধিকালীন একটি সমস্যা। এটি যেকোনো ধরনের ত্বকেই দেখা দিতে পারে। অনেকেই ব্রণ নিয়ে আতঙ্কিত হয়ে নানা রকম ভুল পদ্ধতি, উপকরণ ও পণ্য দিয়ে রূপচর্চা শুরু করে। ফলাফল মুখ ভর্তি দাগ এবং ক্ষত সৃষ্টি হয়। তাই ব্রণের ভুলভাল ট্রিটমেন্ট না করে নিয়মকানুন মেনে রূপচর্চা করা উচিত।

মধু

ত্বকের যে কোনো দাগ বা ক্ষত সারাতে মধুর জুড়ি নেই। ত্বকের সংক্রমণও কমায় মধু। মধুর মধ্যে এমন সব প্রাকৃতিক উপাদান রয়েছে, যা ত্বকে জীবাণু সংক্রমণের আশঙ্কা কমায়। আঙুলে মধু নিয়ে ব্রণ আক্রান্ত অংশে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে নিন।

টি ট্রি অয়েল

টি ট্রি অয়েলও ব্রণের সমস্যা দূর করতে সহায়তা করে। এই তেলে রয়েছে এমন উপাদান, যা ব্রণ-ফুসকুড়ি ও আঁচিল কমাতে পারে। ত্বকের চুলকানি, জ্বালা ভাবও কমায় এই তেল। এই তেল পানির সঙ্গে মিশিয়ে ব্রণের অংশে লাগান। খানিকক্ষণ রেখে দিন। এটা দিনে ২ বার ব্যবহার করতে পারেন।

অ্যাপল সাইডার ভিনিগার

রান্নাঘরে এই জিনিসটা সহজেই পাওয়া যায়। এটা জীবাণু নাশ করে ত্বককে উজ্জ্বল করে। একটি ছোট তুলোর বল নিয়ে অ্যাপল সাইডার ভিনিগারে ভিজিয়ে নিয়ে ব্রণের উপর ধীরে ধীরে লাগান। ব্রণের সমস্যা দ্রুতই দূর হবে।

এ সম্পর্কিত আরও খবর