দূরত্বের সম্পর্ক যত্নে রাখুন

অনুষঙ্গ, লাইফস্টাইল

লাইফস্টাইল ডেস্ক, বার্তা ২৪.কম | 2023-08-31 01:35:33

করোনাভাইরাস মহামারীতে প্রায় সব সম্পর্কেই মনোমালিন্য দেখা যাচ্ছে। কখনো কখনো তা সম্পর্কের শেষ পরিণতিতেও নিয়ে যাচ্ছে। বিশেষ করে দূরত্বের সম্পর্কে নিত্য নতুন বাধার সাথে সাথে, বাড়ছে সম্পর্কের তিক্ততা। এক শহরে থেকেও দেখা হচ্ছে না কারও কারও। আর আলাদা শহর কিংবা দেশে থাকলে তো কথাই নেই। প্রিয়জনকে আবার কবে দেখতে পাওয়া যাবে সে কথা কে জানে!

সম্পর্ক ভালো রাখার সাথে সাথে নিজেকে ভালো রাখার ব্যাপার তো রয়েছে। ঘরবন্দি জীবনের একঘেমেয়ির প্রভাব যেন সম্পর্কে না পড়ে খেয়াল রাখতে হবে সেদিকে। তাই সম্পর্কে আনুন নতুনত্ব।

কীভাবে তা করবেন জেনে নিন সে উপায়—

দুজনের জন্য নিদিষ্ট সময় ঠিক করে রাখুন। যাতে একে-অপরকে সময় দিতে পারেন। যতটুকুই সময় দেন না কেন, নিবিঘ্নে দেয়ার চেষ্টা করুন।

অনেকদিন হাতে হাতে রেখে ঘোরাঘুরি হয় না আবার একসাথে সিনেমা দেখতেও যাওয়া হয় না। তবে দূরে থেকেও দেখতে পারেন সিনেমা। এক সন্ধ্যায় সিনেমা দেখুন একসাথে। পরে দুজনে সেটা নিয়ে একটা ছোটো গল্পও করে নিন।

কত ঘণ্টা একসঙ্গে কাটাচ্ছেন, সে কথা ভেবে মন খারাপ করবেন না। বরং কেমন কাটছে সেই সব সময়, তা ভেবে দেখুন। মন ভাল থাকবে আবার সম্পর্কও সতেজ হবে।

অবসরে সময় নিয়ে দুজনের পুরোনো স্মৃতি নিয়ে আনন্দ গল্প লিখুন। এতে প্রিয়জন খুশি হবে সাথে সাথে দূরত্বের বোঝাও কমবে।

এ সম্পর্কিত আরও খবর