তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ব্যর্থ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 06:26:02

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হেফাজতে ইসলামের হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় জেলা আওয়ামী লীগ ব্যর্থ বলে দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের পরাজিত মেয়র প্রার্থী মাহমুদুল হাসান ভুইয়া।

শুক্রবার (২ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি করেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাত্রদল ও যুবদলের চিহ্নিত নেতাকর্মী এই হামলার ইন্দনদাতা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এমন সময়ে বঙ্গবন্ধুর কোন সৈনিক এই কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে না। ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালে যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড হয়েছে পাশাপাশি প্রেসক্লাবেও হামলা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এই হামলায় স্থানীয় সাংসদ র.আ.ম ওবায়দুল মোকতাদির চৌধুরী আমাকে ও আমার নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা বক্তব্য প্রদান করছে। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এসব বক্তব্য প্রত্যাহারের দাবি জানাই।

হামলাকারীরা দেশের শত্রু ইসলামের শত্রু দাবি করে তিনি আরো বলেন ব্রাহ্মণবাড়িয়া নারকীয় ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করা প্রয়োজন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পৌর শহরের ফরিদ উদ্দিন দুলাল, আতাউর রহমান জাকির, সারোয়ার আলম, ফরিদ আহমেদ খান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর