চুয়াডাঙ্গায় শনাক্তের হার শতভাগ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা | 2023-08-26 11:54:23

চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪১ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনেরই করোনা শনাক্ত হয়েছে। ফলে শনাক্তের হার শতভাগ হয়েছে এ জেলায়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮৩৭ জনে।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯১ জনে। এ সময়ে সুস্থ হয়েছেন ২৯ জন। জেলায় মোট সুস্থ হলেন ২ হাজার ৪৯ জন।

ডা. এ এস এম মারুফ হাসান আরও বলেন, সংক্রমণ বেড়েছে। জেলায় প্রয়োজনীয় সংখ্যক নার্স এবং পর্যাপ্ত ওষুধ রয়েছে। বর্তমানে চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন মোট করোনা রোগীর সংখ্যা ৬৯৭ জন।

উল্লেখ্য, চলতি মাসে করোনাভাইরাস সংক্রমণের হার উদ্বেগজনক হারে বাড়ায় চুয়াডাঙ্গা পৌর এলাকা, আলুকদিয়া ইউনিয়ন, দামুড়হুদা এবং জীবননগর উপজেলায় লকডাউন জারি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর