কুষ্টিয়ায় করোনায় ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৮০

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-30 18:44:59

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ জন মারা গেছেন। রোববার (১ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর মধ্যে ৭ জন করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২ জন মারা যায়।

সোমবার (২ আগস্ট) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নতুন ১ হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৬ জনে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার গতদিনের চেয়ে বেড়ে ৪২.৬৬ শতাংশ হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ২০৯ জন করোনা রোগী।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, হাসপাতালের ২শ' বেডে করোনা ও উপসর্গ নিয়ে এখন ভর্তি আছে ২২৬ জন। এরমধ্যে করোনা শনাক্ত রোগী ১৭৯ জন। বাকিরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর