সোমবার থেকে সব ধরনের ভিসা দেবে থাই দূতাবাস

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 23:02:47

কোভিড-১৯ সংক্রমণের কারণে বন্ধ থাকা সব ধরনের ভিসা আবেদন সোমবার (২০ সেপ্টেম্বর) থেকে নেওয়া শুরু করতে যাচ্ছে বাংলাদেশে থাইল্যান্ডের দূতাবাস।

রোববার ( ১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ভিসার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে। একইসঙ্গে থাইল্যান্ড সরকারের প্রক্রিয়া অনুযায়ী ভিসা পাওয়ার জন্য যোগ্য হতে হবে। টিকা নেওয়া থাকলেও বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টিন থাকতে হবে।

থাইল্যান্ডের অর্থনীতির অন্যতম উৎস পর্যটন। এরপরও করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মহামারির শুরু থেকে থাই সরকার দেশটি প্রবেশে নিশেষজ্ঞা জারি করে। ফলে কোভিড পরিস্থিতিতে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখন অর্থনীতি পুনরুদ্ধারে আবার সব ধরনের ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে থাই সরকার।

এ সম্পর্কিত আরও খবর