মাগুরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাগুরা | 2024-04-18 15:10:39

‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু হয়েছে।


প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মিহির কান্তি বিশ্বাস প্রমুখ।

এ মেলায় ৩০টি স্টল অংশ নিয়েছে। এ স্টলগুলোতে উপজেলার বিভিন্ন খামারিদের গরু, ছাগল, দেশি মুরগি, কবুতর, পাখি, বিভিন্ন প্রজাতির প্রাণী প্রদর্শন করা হয়। প্রাণী সম্পদ সেবা সপ্তাহে উপজেলার প্রায় শতাধিক খামারিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে খামারিদের উদ্ধুদ্ধকরণ, খামারের প্রাণীদের লালনপালন, যত্ন, রোগ-প্রতিরোধ নিয়ে পরামর্শ দেয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর