বাড্ডায় বোমা তৈরির কারখানা ঘিরে রেখেছে র‍্যাব

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-05-22 23:45:14

রাজধানীর বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাব ৩।

বুধবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান।

তিনি বলেন, বাড্ডা থানার টেকপাড়া এলাকার একটি বাড়িতে হাতবোমা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। বাড়িটি ঘিরে রেখেছে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।

ইমরান আরও বলেন, এ বিষয় ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাবেন র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীর। রাত সাড়ে ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে র‍্যাব-৩ এর অধিনায়ক বিস্তারিত জানাবেন।

এ সম্পর্কিত আরও খবর