পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2024-05-23 17:13:40

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কালিরহাট সীমান্তে এক ভারতীয় যুবকের মরদেহ উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে উপজেলার কালীরহাট কালাইর ডাংগা সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে দারিকামারী সীমান্তের আশপাশের লোকজন তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সীমান্তের কাছে ভারতের দারিকামারী এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। বিজিবি মরদেহ পড়ে থাকার কথা বিএসএফকে জানায়।

পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান বার্তা২৪.কমকে জানান, সীমান্তে হত্যার ঘটনা ঘটেছে। তবে মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বিজিবি সীমান্তে ডেকে ছিল, কিন্তু অন্য কাজে ব্যস্ত থাকায় যেতে পারিনি।

৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ন-২ এর কালীরহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল কুদ্দুস বার্তা২৪.কমকে জানান, ভারতীয় এক যুবকের মরদেহ সীমান্তে পড়ে রয়েছে। বিষয়টি বিএসএফকে অবগত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তবে এ ঘটনায় সীমান্তে পতাকা বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর