শান্তিনগরে বহুতল ভবনে আগুন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-05-24 14:36:17

রাজধানীর শান্তিনগরে একটি ১৬ তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে।

শুক্রবার (২৪ মে) দুপুর দেড়টার দিকে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় প্রায় আধা ঘণ্টা পরে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, শান্তিনগরে একটি বাসায় আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আধা ঘণ্টা পর দুপুর ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

শান্তিনগর থেকে মৌচাকমুখী কনফি টাওয়ারে এই আগুন লাগে। আবাসিক এই ভবনের দোতলার বারান্দার অংশে এই আগুন লেগেছিলো। ভবনের বাসিন্দারা প্রাথমিকভাবে ধারণা করছেন, এসির প্ল্যাগ থেকে এই আগুনেএ সুত্রপাত৷ তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে জানাতে পারেনি।

এ সম্পর্কিত আরও খবর