ভালুকায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2024-05-25 07:12:47

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় বাস চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ মে) রাত সোয়া ১১ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সিড স্টোরের আমতলী বিডিআর বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, স্বামী আব্বাস আলী দেওয়ান (৯০) ও তার স্ত্রী হাজেরা খাতুন (৮০)। তারা টাঙ্গাইল জেলার বাসিন্দা। তারা ভালুকা আমতলী এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে আসছিলেন।

ভরাডোবা হাইওয়ে থানার এটিএসআই মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ভালুকার আমতলী এলাকায় নিহত স্বামী-স্ত্রীর মেয়ে বসবাস করতেন। টাঙ্গাইল থেকে আমতলী এলাকায় নিহত স্বামী-স্ত্রীর মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। ঘটনা সময় রাত সোয়া ১১টার দিকে ঢাকা ময়মনসিংহ সড়ক পারাপারের সময় একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যায়।

ভরাডোবা হাইওয়ে থানার এটিএসআই মো. কামরুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরও খবর