দরজায় কড়া নাড়ছে কুড়িগ্রামের বন্যা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম | 2024-06-18 20:46:37

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর কুড়িগ্রামে কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারসহ সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে এসব অঞ্চলের তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। ক্রমাগত পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার প্রধান নদ-নদীগুলোর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। যেকোন সময় এসব নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করবে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

মঙ্গলবার (১৮ জুন) দুপুর ১২টায় পাউবো’র দেয়া তথ্যমতে,গত ২৪ ঘন্টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৩৮ সে.মি, দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ৩৭ সে.মি. তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ০২ সে.মি. ও ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে ৪৬ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছে দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়,গত ২৪ ঘন্টায় জেলার উত্তরদিকে দুধকুমার পয়েন্টে ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন জেলায় বজ্রসহ ভারীবৃষ্টিপাত অব্যাহত থাকবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো’র) নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, উজানে ও দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের কারণে জেলার নদ-নদী গুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী ২৪ ঘন্টায় কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি, পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি ও তালুকশিমুল বাড়ী পয়েন্ট ধরলার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, জেলায় প্রাথমিকভাবে বন্যার প্রস্তুতি হিসেবে ১৭ লাখ টাকা ও ১৮০ মেট্রিক টন জিআর চাল মজুদ আছে। উদ্ধারের জন্য বেশ কিছু নৌকা প্রস্তুত করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর