দেশে বনভূমির পরিমাণ ১৪ শতাংশ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-07-02 18:00:14

ভূ-উপগ্রহ তথ্য বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে বন আচ্ছাদিত ভূমির পরিমাণ ১৪ দশমিক এক শতাংশ আছে বলে সংসদে জানিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

মঙ্গলবার (০২ জুলাই) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরে বাজেট অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, ২০১৫ সালের ভূ-উপগ্রহ চিত্র বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ দেশের মোট আয়তনের ২২ দশমিক ৩৭ শতাংশ এবং বন আচ্ছাদিত ভূমির পরিমাণ দেশের ভূমির আয়তনের ১৪ দশমিক এক শতাংশ। আগামী ২০৩০ সাল নাগাদ বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ ২৫ শতাংশ এবং বন আচ্ছাদনের পরিমাণ ১৬ শতাংশ উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

এ সম্পর্কিত আরও খবর