বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্টে নিহতের ঘটনায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শোক

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-07-07 22:37:40

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (৭ জুলাই) প্রতিমন্ত্রী এক শোকবার্তায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন, প্রতি বছরই বগুড়ায় রথযাত্রা শান্তিপূর্ণভাবে হলেও এভারের ঘটনাটি মর্মান্তিক।

আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় আমি মর্মাহত। প্রকৃত কারণ নির্ণয়ণের জন্য তদন্ত কমিটি করার নির্দেশ দিয়ে বলেন, জনসচেনতা বাড়ানোর উদ্যোগ আরও বাড়াতে হবে।

হিন্দু সস্প্রদা‌য়ের রথযাত্রা কালে রথের উপরে মানুষ উঠায় র‌থের সা‌থে ১১ কে‌ভি লাইনের স‌হিত সং‌যোগ ঘটার ফ‌লে বগুড়া সদর উপ‌জেলার সেউজগাড়ী আমতলা মো‌ড়ে ১১ কে‌ভি লাইনের সা‌থে বিদ‌্যুতা‌য়িত হয়। এতে ৫ জন নিহত হন এবং আহত ৯ জন হাসপাতা‌লে ভর্তি করা হয়।

এ সম্পর্কিত আরও খবর