কেমন থাকবে আজকের আবহাওয়া?

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-09-20 11:25:21

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় দমকা হাওয়াসহ মাঝারী ধরনের অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া রাজশাহী, ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভবানা আছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আবাহওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় দমকা হাওয়াসহ মাঝারী ধরনের অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফত। এছাড়া রাজশাহী, ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভবানা আছে।

এছাড়া, রাঙামাটি, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এ সম্পর্কিত আরও খবর