গণঅভ্যুত্থানে শহীদ ১ হাজার ৪২৩ জন

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-09-21 11:44:03

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে  পর্যন্ত  হাজার ৪২৩ জন শহীদ হয়েছেন। স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব  সমন্বয়ক তারেকুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আহত  শহীদদের তালিকা  সার্বিক সহযোগিতার বিষয়ে দেয়া এক ব্রিফিংয়ে তিনি  তথ্য জানান।তবে তিনি জানান, এ সংখ্যা আরও কমতে বা বাড়তে পারে।

তারেকুল বলেন, গত এক মাস ধরে নানান ভাবে যাচাই-বাছাইয়ের পর পাওয়া সবশেষ তথ্যমতে ২২ হাজার আহত হওয়ার খবর পাওয়া গেছে। ৫৮৭ জনের চিরতরে পঙ্গু বা অঙ্গহানী হয়েছে। চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে ৬৮৫ জন। তারমধ্যে ৯২ জন ব্যক্তির দুই চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে।

তিনি আরও জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন  সরকার আলাদা আলাদাভাবে শহীদ  আহতদের ভাতা বা অনুদান প্রদান করবে।

তারেকুল ইসলাম বলেন, সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে শহীদদের পরিবারকে  লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।একইসাথে আহতদেরকে সর্বোচ্চ  লাখ টাকা করে দেয়া হতে পারে।

এছাড়াও সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারকে মাসিক ২০ থেকে ৩০ হাজার করে মাসিক ভাতা দেয়া হতে পারে। তবে এসবের কিছুই এখনও চূড়ান্ত হয়নি। 

এ সম্পর্কিত আরও খবর