১০ম গ্রেডের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2024-09-28 18:15:14

‘১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার' এই স্লোগানে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১২ তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখান করে ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন করেছেন রাজবাড়ী জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

শনিবার (২৮সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী রাজবাড়ী জেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্বার্ধ ভৌমিকের কাছে স্মারকলিপি জমা দেন শিক্ষকগণ।

মানববন্ধনে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশত শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করে।

কল্যাণপুর সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঞ্জুমান আরা'র সভাপ‌তি‌ত্বে জেলা প্রাথমিক শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি হা‌বিবুর রহমান, সাধারণ সম্পাদক ইব্রাহীম ভুঁইয়া, উড়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম টুকু, বালিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি ইলিশখোল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান টুটুল,সহকারী শিক্ষক কাজী শামসুল হক, নাসরিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার। প্রাথমিক বিভাগে সহকারী শিক্ষকরা এখন পর্যন্ত তৃতীয় শ্রেণি পদমর্যাদা সম্পন্ন ১৩ তম গ্রেডে রয়েছেন। জাতি গঠনে শিক্ষার প্রথম স্তরে শিশুদের শিক্ষা দিচ্ছেন এ বিভাগের শিক্ষকরা। কঠোর পরিশ্রম করেও তারা তৃতীয় শ্রেণির কর্মচারীর মর্যাদায় রয়েছেন। যা ১০ম গ্রেডে উন্নীত করণ সময়ের দাবিতে পরিণত হয়েছে। তাই ১৩ তম গ্রেড পরিবর্তন করে ১০ তম গ্রেড দিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান শিক্ষকরা।

এ সম্পর্কিত আরও খবর