বিমানবন্দরে অস্ত্র নিয়ে প্রবেশ করায় যুবলীগ নেতা আটক

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-31 20:34:43

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্র নিয়ে প্রবেশ করায় যশোরের এক যুবলীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষl

বিমানবন্দর সূত্রে জানা যায়, আটক ব্যক্তি জেলার চৌগাছা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী। এ ঘটনায় তাকে আটকের পর বিমানবন্দর পুলিশে দেয়া হয়l
মূলত ঘোষণা ছাড়া পিস্তল ও সাত রাউন্ড গুলি নিয়ে বিমানবন্দরে ঢোকার কারণে তাকে আটক করা হয়l

এর আগে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন অস্ত্র থাকার ঘোষণা না দিয়ে বিমানবন্দর এ প্রবেশ করেনl পরে মামুন নামে আরেক যাত্রী একইভাবে বিমানবন্দরে প্রবেশ করেছিলেন।

এ সম্পর্কিত আরও খবর