সাড়ে ৩ ঘণ্টায়ও পৌঁছায়নি উদ্ধারকারী জাহাজ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-16 02:55:00

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে প্রায় শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। এখন পর্যন্ত নারী শিশুসহ ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে রওনা দিয়েছে প্রায় সাড়ে ৩ ঘণ্টা আগে। তবে এখনো এসে পৌঁছায়নি।

এদিকে লঞ্চডুবির পর সেখানে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা।

কিন্তু মরদের সংখ্যা এত বেশি যে উদ্ধার তৎপরতায় হিমশিম খাচ্ছে সংশ্লিষ্টরা।

জানা যায়, সোমবার (২৯ জুন) সকাল নয়টার দিকে ময়ুর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ জন যাত্রী নিয়ে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। কেরানীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে মেরামত শেষে ময়ূর-২ নদীতে নামানোর সময় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

আরও পড়ুন: ডুব দিলেই মিলছে মরদেহ

 বুড়িগঙ্গায় লঞ্চডুবি, শিশুসহ ২৩ জনের মরদেহ উদ্ধার

এ সম্পর্কিত আরও খবর