রিজেন্টের চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 11:28:18

করোনা টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে র‍্যাব।

মঙ্গলবার (৭ জুলাই) র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এ কথা জানিয়েছেন।

ম্যাজিস্ট্রেট বলেন, করোনার চিকিৎসার নামে প্রতারণা এবং করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের নমুনা সংগ্রহ করে ভুয়া রিপোর্ট প্রদান করায় অমানুষের পরিচয় দিয়েছেন তারা। আমি ব্যক্তিগত ভাবে তাদের মানুষ বলতে নারাজ।

সারোয়ার আলম বলেন, প্রায় ৪ হাজার মানুষের করোনার ভুয়া টেস্ট করেছে রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ। কতটা অমানবিক ও খারাপ হলে মানুষ এতটা নিম্ন কাজ করতে পারে। চিকিৎসা খাতের অনিয়ম দুর্নীতি যারাই করবে আমরা সম্মিলিতভাবে সেসব প্রতিহত করব।

এই অভিযানে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে প্রধান করে অন্য সকল জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি রিজেন্ট হাসপাতালে দুটি শাখা ও প্রধান কার্যালয় সিলগালার কাজ সম্পন্ন হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর