যে হলের ছাত্রী ছিলেন, সেই হলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা, জাতীয়

তপন কান্তি রায়, স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-29 20:53:17

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রো‌কেয়া হলের ছাত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (১ সেপ্টেম্বর) সেই হলের নবনির্মিত ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করবেন তিনি। হ‌লের যেস্থা‌নে ‘৭মার্চ ভবনটি তৈ‌রি করা হ‌য়ে‌ছে সেখা‌নে একটা পুরাতন ভবন ছিল, যা প্রধানমন্ত্রীর ছাত্রী জীবনের স্মৃতিবিজরিত। সেই পুরাতন ভবনে তিনি প্রায় যেতেন। পুরাতন ভবনটি ভেঙে ছাত্রীদের আবাসন সংকট নিরসনে নতুন ভবন নির্মা‌ণের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১২ সা‌লে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থে‌কে রো‌কেয়া হ‌লের নতুন ভবনের ভিত্তিপ্রস্তরও উদ্বোধন করেন তি‌নি।

হল সূত্রে জানা গেছে, ১৯৬৭-৬৮ শিক্ষাবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন। তার জন্য বরাদ্দ করা হয় রোকেয়া হল। ত‌বে তি‌নি হলের আবাসিক ছাত্রী ছি‌লেন না। তারপরও ক্লাস শেষে প্রায় দিনই যে‌তেন প্রিয় বান্ধবী প্রয়াত সাংবাদিক বেবী মওদুদের কক্ষে। যেটি রোকেয়া হলের পুরাতন ভবনে ছিল (যে‌খা‌নে '৭ মার্চ ভবন' নিমার্ণ করা হয়ে‌ছে)।  এছাড়াও তি‌নি হলের ৯ নং কক্ষেও যেতেন।

বর্তমান হল প্রাধ্যাক্ষ অধ্যাপক জিনাত হুদা বার্তা২৪.কম'কে বলেন, 'প্রধানমন্ত্রী বেশির ভাগ সময় হলের পুরাতন ভবনে তার বান্ধবী সাংবাদিক বেবী মওদুদের কক্ষে আসতেন। এছাড়াও হলে আসা যাওয়া করায় অনেকের সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে উঠেছিল। তিনি সবার সাথে হলের ক্যান্টিনে খেতেন। তাঁর প্রিয় খাবার ছিল ডিমবন (বানরুটির মাঝখানে ডিম ভাজি)।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বার্তা২৪.কম'কে বলেন, ‘তিনি বাংলা বিভাগে ভর্তি হয়েছিলেন এবং রোকেয়া হলে অ্যাটাস্ট ছিলেন। তবে তি‌নি আবাসিক ছিলেন না।’

এ সম্পর্কিত আরও খবর