চট্টগ্রামের সাতকানিয়ায় মহাসড়কের পাশে পার্ক করে রাখা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাত নিয়ে ফায়ার সার্ভিস ‘দুর্বৃত্তের দেওয়া’ বললেও নিশ্চিত নয় পুলিশ।
সোমবার (২০ নভেম্বর) ভোররাত ৪ টার দিকে সাতকানিয়ার কেঁওচিয়ায় মডেল মসজিদের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বার্তা২৪.কমকে বলেন, ‘আমরা ভোর ৪ টা ৫ মিনিটে খবর পেয়েছি। আমাদের দুটো ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সূত্রপাত কিভাবে জানতে চাইলে তিনি বলেন, ‘দুর্বৃত্তের দেওয়া আগুন। এতে প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে৷ তিনটি বাসের মধ্যে একটি মহাসড়কে পার্ক করা ছিল বাকি দুটি পাশের ডিপোতে ছিল।’
ফায়ার সার্ভিস দুর্বৃত্তের দেওয়া আগুন বললেও পুলিশ এখনো নিশ্চিত নয়।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, ‘পুড়ে যাওয়া বাসগুলো বড়, এগুলো মডেল মসজিদের একটু দক্ষিণে তাদের (মালিক) নিজস্ব ডিপোতে ছিল। ওদেরও পাহারাদার ছিল, তারা কিছু বলতে পারছে না।কিভাবে বাসগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা আমরা তদন্ত করছি।
পুড়ে যাওয়া তিন বাসের মধ্যে দুটি শ্যামলী ও একটি হানিফ পরিবহনের বাস রয়েছে। এসব বাস চট্টগ্রাম-কক্সবাজার সড়কে গণপরিবহন হিসেবে চলাচল করত।