সফটওয়্যার প্রণেতাদের মেধাস্বত্ব সংরক্ষণের বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ব্যারিস্টার হামিদুল মিসবাহ। ছবি : সংগৃহীত

ব্যারিস্টার হামিদুল মিসবাহ। ছবি : সংগৃহীত

‘সফটওয়্যার প্রণেতাদের মেধাস্বত্ব সংরক্ষণে কপিরাইট নিবন্ধনের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ আইপি ফোরামের প্রতিষ্ঠাতা সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবাহ।

উক্ত সেমিনারে ব্যারিস্টার মিসবাহ বলেন, ‘২০২৬ সালে বাংলাদেশের এলডিসি রাষ্ট্র থেকে উন্নততর রাষ্ট্রে উন্নীত হওয়া ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের প্রেক্ষিতে সফটওয়্যার প্রণেতাদের সৃজনশীল সফটওয়্যার কর্মের ভূমিকা ও ব্যবসায়িক সম্ভাবনা অতি গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে কপিরাইট আইন ও কপিরাইট রেজিস্ট্রেশন খুবই প্রাসঙ্গিক। কপিরাইট রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রণেতার মালিকানা নিশ্চিত করে এবং যেকোনো স্বত্ব বিরোধ মীমাংসায় দৃশ্যত সাক্ষ্য হিসাবে বিবেচ্চ হয়।’

তিনি আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশ-এর মূল ভিত্তি হবে সম্পূর্ণ ইন্টারনেট অফ থিংস, সেন্সর, কৃত্তিম বুদ্ধিমত্তা, ও হাই স্পীড ইন্টারনেট সংযোগ এর উপর গঠিত অবকাঠামো। সুতরাং আমাদের স্মার্ট বাংলাদেশের অবকাঠামো অবশ্যই পাইরেটেড বা নকল সফটওয়্যার মুক্ত হতে হবে।’

বিজ্ঞাপন

ব্যারিস্টার হামিদুল মিসবাহ বলেন, ‘বৈশ্বিক সফটওয়্যার বাজারে বাংলাদেশে সৃষ্ট সফটওয়্যার রপ্তানি বাড়ানোর জন্য সফটওয়্যার লাইসেন্সিং চুক্তি ও সাবস্ক্রিপশন মডেল ব্যবহার করার উপর সফটওয়্যার কোম্পানীগুলোকে দৃষ্টি দেয়ার মাধ্যমে অধিকতর মুনাফা অর্জন কড়া যেতে পারে।’

বাংলাদেশ কপিরাইট অফিসের আয়োজনে উক্ত সেমিনারে আরও বক্তব্য রাখেন কপিরাইট রেজিস্ট্রার দাউদ মিয়া (এনডিসি) এবং বেসিস-এর আইপিআর কমিটির আহ্ববায়ক আহসানউল্লাহ।

বিজ্ঞাপন

প্রায় শতাধিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন।