বিএনপি-জামায়াতে ইসলামীসহ সমমনা রাজনৈতিক দলগুলোর দেশব্যাপী দ্বিতীয় দফার ডাকা ৪৮ ঘণ্টার হরতাল পালিত হচ্ছে। সকাল থেকে যাত্রী সংকট হওয়ার কারণে দূরপাল্লার বাস ছাড়েনি। দুপুরের পরে যাত্রীর সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ায় দূরপাল্লার বাস বিভিন্ন জেলার উদ্দেশে রওনা দিয়েছে।
সোমবার (২০ নভেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে গাবতলী বাস টার্মিনাল থেকে রজনীগন্ধা নামের একটি দূরপাল্লার বাস রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, গাবতলী বাস টার্মিনাল থেকে আর.পি রোকেয়া পরিবহন দুপুর ২টা ১৫ মিনিটে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যেতে দেখা যায়।
এছাড়া, রংপুরের এইচ বি ট্রাভেলস দুপুর ২টায়, রাবেয়া পরিবহন দুপুর ২টা ১৫ মিনিটে রাজবাড়ীর উদ্দেশে গাবতলী থেকে ছেড়ে যায়।