মেরী স্টোপস মেটারনিটি হাসপাতাল ও মেরী স্টোপস ফার্মার উদ্বোধন

, স্পেশাল ইভেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম ঢাকা | 2024-01-16 18:46:46

মেরী স্টোপস বাংলাদেশে গত তিন দশক ধরে নারীর স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ২৮ টি জেলায় ৬টি মেটারনিটি হাসপাতালসহ ৪০টি ক্লিনিকের মাধ্যমে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে।

মেরী স্টোপস বাংলাদেশ ইউকেভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘এমএসআই রিপ্রোডাক্টিভ চয়েজ’-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, বিশ্বের ৩৭টি দেশে যাদের কার্যক্রম রয়েছে।

সেবাগ্রহীতাগনকে আরও উন্নত পরিসরে সেবা প্রদানের লক্ষ্যে মেরী স্টোপস গত রবিবার (১৪ জানুয়ারি) কদমতলী, কেরানীগঞ্জে নতুন রূপে চালু করলো মেরী স্টোপস মেটারনিটি হাসপাতাল, যাতে রয়েছে সুপরিসর বহির্বিভাগ, আধুনিক অপারেশন থিয়েটার, মানসম্মত ডায়াগনস্টিক ফ্যাসিলিটি, প্রশিক্ষিত ফার্মাসিস্ট দ্বারা পরিচালিত আধুনিক ফার্মেসি ইত্যাদি সুযোগ-সুবিধা।

আনুষ্ঠানিকভাবে আধুনিক এই মেটারনিটি হাসপাতাল ও ফার্মেসিটির শুভ উদ্বোধন করেন মেরী স্টোপস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কিশওয়ার ইমদাদ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং মেরী স্টোপস বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর