হোয়াইটওয়াশের কথা চিন্তাও করিনি: সাকিব

, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 14:32:51

ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। তবে শুধু সিরিজই নয় বরং ইংলিশদের ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে সাকিব আল হাসানের দল। যদিও সংবাদ সম্মেলনে এসে সাকিব জানিয়েছে, বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের কথা চিন্তা করেননি।

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও টি-টোয়েন্টি সিরিজের আগে স্কোয়াডে একাধিক পরিবর্তন আনে বাংলাদেশ। নতুন শুরুর ভাবনাতে ইংলিশদের ঘরের মাঠে লজ্জায় ডুবিয়ে ৩-০তে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে লাল-সবুজের দলটি। শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকরা জিতেছে ১৬ রানে।

ইংল্যান্ডের বিপক্ষে জিতলেও ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের সঙ্গে এই জয়কে তুলনা করতে চাননি সাকিব। বাংলাদেশের এই অলরাউন্ডার আরও মনে করেন প্রতিটা জয়ই তাদের কাছে গুরুত্বপূর্ণ।

সাকিব বলেন, ‘নাহ। ওভাবে ছিল না। কিন্তু সিরিজ শুরুর আগে কেউ চিন্তাও করিনি আমাদের ম্যাচ জিততে হবে বা এমন কিছু। আমরা খুব ভালো ক্রিকেট খেলতে চেয়েছি। তিন ম্যাচেই আমরা চেষ্টা করেছি ব্যাটিংয়ে যার যার জায়গা থেকে অবদান রাখা, বোলিংয়ে, ফিল্ডিংটা আমাদের তিনটা ম্যাচেই আমার মনে হয় অসাধারণ ফিল্ডিং করেছে। যেটা আমাদের বিশেষত টি-টোয়েন্টিতে যেখানে ২-৪-১০-১৫-২০ ডিফারেন্স মেক করে, ওই জায়গাতে অনেক বড় টিক মার্ক দিয়েছি।’

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। যদিও সেই সিরিজ নিয়ে বিতর্কের কমতি ছিল না। তবে এবার ইংল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে সাকিবরা। তিন বিভাগেই স্বাগতিকরা যে দাপট দেখিয়েছে সেটা স্বীকার করেছেন প্রতিপক্ষের অধিনায়ক জস বাটলারও।

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক অবশ্য তুলনা করতে চান না। সাকিব বলেন, ‘আসলে তুলনা করতে চাই না কোনো সিরিজের সঙ্গে কোনো সিরিজ। প্রতিটা ম্যাচ জেতা আমাদের জন্য জেতা গুরুত্বপূর্ণ। যেভাবে খেলি জিতেছি, বিশেষত টি-টোয়েন্টিতে খুব বেশি সময় জিতিনি। ওদিক থেকে আমরা সন্তুষ্ট।’

তরুণ দল নিয়ে সাকিব বলেন, ‘এখানে যারা খেলছে, বিশেষত টি-টোয়েন্টি সিরিজে; প্রতিটি খেলোয়াড় বিপিএলে পারফর্ম করেছে। ওই পারফরম্যান্সটা...খুব বেশি গ্যাপ যায়নি সেটা প্রভাব রেখেছে। এখানে যারা পাঁচ-ছয়জন ব্যাট করছে, তারা বিপিএলেও টপ রান স্কোরার। যারা সর্বোচ্চ উইকেট নেওয়া, তারাও এখানে বল করেছে। ওই আত্মবিশ্বাস আসলে থাকে। আর যেহেতু খুব বেশি গ্যাপ ছিল না। টানা খেলার ভেতরে থাকা আমাদের সাহায্য করেছে।’

এ সম্পর্কিত আরও খবর