আশা জাগিয়েও হার বাংলাদেশের

ক্রিকেট, খেলা

বার্তা ২৪ স্পোর্টস | 2023-10-03 10:45:43

তানজিদ তামিম ও মেহেদি হাসান মিরাজ দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াই করার পুঁজি পেয়েছিল বাংলাদেশ! এরপর বোলাররাও পথ দেখিয়েছিলেন, কিন্তু ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে শেষ রক্ষা হলো না। ৫৬ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে জয়ের বন্দরে নিয়ে গেছেন মঈন আলি, শেষ পর্যন্ত বাংলাদেশ হেরেছে ৪ উইকেটে!

গৌহাটিতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় ২৬ রানের মধ্যেই দুই টপ অর্ডার ব্যাটার লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। তবে উইকেটের আরেকপ্রান্ত দিয়ে দৃষ্টিনন্দন শটের পসরা সাজিয়ে বসেছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে দলীয় ৭৮ রানে আউট হন তিনি। এরপর দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ, তবে কেউই তাকে সঙ্গ দিতে পারেননি।

এরই মধ্যে, ম্যাচে আসে বৃষ্টির বাঁধা। যার ফলে ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৩৭ ওভারে। বৃষ্টি বাঁধা দেয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৩০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান।

তবে বৃষ্টির পরেও খুব বেশি রান যোগ করতে পারেনি টাইগার ব্যাটাররা। ইনিংসের টপ স্কোরার মিরাজও খুব বেশি কিছু করতে পারেননি। দলীয় ১৭৩ রানে আউট হন তিনি। যার ফলে নির্ধারিত ৩৭ ওভার শেষে ১৮৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। ডিলএস মেথড অনুযায়ী ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৯৭ রান।

১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটার দাউইদ মালানকে আউট করেন মুস্তাফিজুর রহমান। কিন্তু এরপরই আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতে থাকেন ডানহাতি ব্যাটার জনি বেয়ারস্টো। খেলেন ২১ বলে ৩৪ রানের এক মারকুটে ইনিংস। দলীয় ৫১ রানে তাকে ফেরান মুস্তাফিজুর রহমান। খুব বেশি কিছু করতে পারেননি ব্যাটার হ্যারি ব্রুকসও (১৭), দলীয় ৭৩ রানে হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে আউট হন তিনি।

তবে এরপরই উইকেটে এসে আগ্রাসী ভঙ্গিতে একের পর এক স্ট্রোক খেলতে থাকেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। কিন্তু দলীয় ১০৭ এবং ১১৪ রানে দুই ব্যাটার বাটলার (৩০) এবং লিয়াম লিভিংস্টোনের (৭) উইকেট তুলে নিলে ম্যাচে ফেরে বাংলাদেশ।

তবে এরপর মঈন আলীর ৩৯ বলে ৫৬ রানের ইনিংসের উপর ভিত্তি করে ৪ উইকেটের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। টাইগারদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান।

এ সম্পর্কিত আরও খবর