সিরিজ বাঁচাতে রাতে মাঠে নামছেন শান্তরা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। যেখানে প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে ক্রিকেটমহলে রীতিমত লজ্জায় ডুবতে হচ্ছে নাজমুল হাসান শান্তদের। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের কাছে।

জিম্বাবুয়ে সিরিজের পর যুক্তরাষ্ট্রেও চোখে পড়েছে বাংলাদেশের টপ-অর্ডারদের ব্যাটিং ব্যর্থতা। জিম্বাবুয়ের সিরিজের শেষ দুই ম্যাচের দল থেকে ছিটকে গেলেও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন লিটন দাস। নিজেকে আরও একবার প্রমাণ করতে সুযোগ দেওয়া হয় তাকে। কিন্তু এবারও ব্যাট হাতে নিষ্প্রভ তিনি।

প্রথম ম্যাচেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি অধিনায়ক শান্তও, ১১ বলে মাত্র ৩ রান এসেছে তার ব্যাট থেকে। তুমুল সমালোচনার শিকার হয়েছেন তিনি। এমনকি তাকে বিশ্রামে বসিয়ে দেওয়ার কথাও বলেছেন সাবেক অধিনায়ক আশরাফুল।

আজ নিজেদের সিরিজে ফেরাতে টপ-অর্ডারদের পালন করতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। ব্যাটিংয়ের প্রতি বাড়তি নজর থাকবে সফরকারীদের। প্রথম ম্যাচের ভেন্যু হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সেই গড়াবে আজকের ম্যাচটিও। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচ। খেলাটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন।

চামিরা-থুশারার পর চোটে পড়লেন বিনুরাও



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কিছুদিন আগে চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন লঙ্কান পেসার দুশমন্থা চামিরা ও নুয়ান থুশারা। এবার সেই তালিকায় যোগ হলো বিনুরার নামও। শক্তিশালী ভারতের বিপক্ষে দলের তিনজন গুরুত্বপূর্ণ পেসারকে না পেয়ে বেশ দুশ্চিন্তায় আছে স্বাগতিকরা।

আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ। সন্ধ্যা ৭.৩০ মিনিটে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তবে শ্রীলঙ্কার জন্য নতুন দুশ্চিন্তার কারণ, তাদের পেসার বিনুরা ফার্নান্দোকে দলে পাচ্ছে না তারা।

শুক্রবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিনুরা। তার সুস্থ হয়ে মাঠে ফিরতে বেশ কিছু দিন সময় লাগবে। আর এজন্যেই এই সিরিজে দেখা যাবে না তাকে।

স্ট্যান্ডবাই হিসেবে দলে ডাক পেয়েছেন অফ স্পিনার রামেশ মেন্ডিস। আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর জানায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। শ্রীলঙ্কার স্কোয়াড ঘোষণার পর দিনই আসিথা ফার্নান্দোকে নেওয়া হয় চামিরার পরিবর্তে। তবে চামিরার চোট সম্পর্কে এখনও কিছু জানায়নি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কার পাল্লেকেলেতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ। বাকি দুই ম্যাচ হবে এই সপ্তাহের রোববার ও মঙ্গলবার। আগামী মাসে এই ভারতের বিপক্ষেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা।

;

প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণপদক চীনের দখলে



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্যারিস অলিম্পিকের আনুষ্ঠানিক শুরু হয়েছে গতকাল (শুক্রবার)। যদিও বুধবার থেকেই ফুটবল, রাগবি ও টেনিসের মতো ইভেন্টগুলো শুরু হয়ে গিয়েছিল। অলিম্পিকের এবারের আসরের প্রথম স্বর্ণপদক গেল চীনের দখলে।

শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্রে দলগত সোনা জিতল চীন।

এদিকে শুটিংয়ের এই ইভেন্টে রপা জিতেছে দক্ষিণ কোরিয়া। ফাইনালে তাদের দলের জিহিউম কিউই ও হাজুন পার্কের জুটিকে হারিয়ে দেন চীনের লিহাও সেং ও ইয়ুটিং হুয়াং। ১৬-১২ পয়েন্ট জিতেছে চীন।

এছাড়া জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ ও আনা ইয়ানসেন জুটিকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম ও লে আলেক্সান্দ্রা জুটি।

;

অলিম্পিকে বড় ভুল: দক্ষিণ কোরিয়া পরিচয় হলো উত্তর কোরিয়ার নামে



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিশ্বের বড় থেকে বড় নেতা অনেক সময় বিভিন্ন দেশের নামের মাঝে তালগোল পাকিয়ে ফেলেন। একবার ডোনাল্ড ট্রাম্প জনসম্মুখে কম্বোডিয়া বলতে গিয়ে আফ্রিকার দেশ কলম্বিয়ার সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন। রাজনীতির মাঠে এমন প্রায়ই দেখা যায়। তবে খেলার মাঝে এমন নামের ভুল হতে খুব একটা দেখা যায় না। তাও আবার গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত আলিম্বিকের মতো মঞ্চে। 

প্যারিস অলিম্পিকে ঘটে গেল এমনি এক ভুল। গতকাল সিন নদীতে চলছিল মার্চপাস্ট। এমন সময় মাইকের মাধ্যমে উচ্চারিত হচ্ছিল অলিম্পিকে অংশ নেওয়া বিভিন্ন দেশের নাম। কার্যত চলছিল পরিচয় পর্ব। এরই ধারাবাহিকতায় ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়া দল যখন জলযানে করে মার্চপাস্টে আসে, ধারাভাষ্যকার তাদের পরিচয় করিয়ে দেন পুরো ভুলভাবে। প্রথমে ফরাসি ভাষায় দক্ষিণ কোরিয়াকে বলা হয়, ‘রিপাবলিকে পপুলাইরে দেমোক্রাতিকে দে কোরে।’ পরে ইংরেজিতে বলা হয়, ‘ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া।’ এটা উত্তর কোরিয়ার সরকারি নাম। আর দক্ষিণ কোরিয়ার অফিশিয়াল নাম হচ্ছে রিপাবলিক অব কোরিয়া। 

এমন ভুলে দুঃখ প্রকাশ করে বিবৃতি করেছে দক্ষিণ কোরিয়ার ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, ' ২০২৪ প্যারিস অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে নাম ঘোষণার সময় দক্ষিণ কোরিয়া দলকে পরিচয় করিয়ে দেওয়া হয় উত্তর কোরিয়া হিসেবে। 

তবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) অবশ্য তাদের এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছে। নিজেদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে কোরিয়ান ভাষায় এক পোস্ট করে তারা। যার বাংলা অনুবাদ ঠিক এমন, ‘উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের সময় দক্ষিণ কোরিয়া দলকে পরিচয় করিয়ে দিতে গিয়ে যে ভুলটি হয়েছে, এর জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

;

বিশ্বকাপের আগে আমরা ভুলগুলো শোধরানোর চেষ্টা করব: জ্যোতি 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বাংলাদেশে। আগামী অক্টোবরে শুরু হবে বৈশ্বিক শ্রেষ্ঠত্বের লড়াইটি। ঠিক আগেই এখন চলছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই, এশিয়া কাপ। সেখানে শিরোপা পুনরুদ্ধারের মিশনটা সেমি-ফাইনালে এসে শেষ করল জাহানারা-জ্যোতিরা। আসরের প্রথম সেমিতে শুক্রবার ভারতের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ। দলীয় ব্যাটিং ব্যর্থতায় ভারতের সামনে নিগার সুলতানা জ্যোতির দল লক্ষ্যটা দিয়েছিল স্রেফ ৮১ রান। যা অনায়াসেই তুলে নেয় হারমানপ্রীত করের দল। 

ভারতের বিপক্ষে মুর্শিদা-জ্যোতিদের এই ব্যাটিং ব্যর্থতা চলছে দীর্ঘদিন ধরেই। তবে আসছে বিশ্বকাপের আগে এই ব্যাটিং দুর্দশাসহ বাকি ভুলগুলোও শুধরে নিতে যায় জ্যোতিরা। 

ভারতের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে স্রেফ ৮০ রান তুলেছিল বাংলাদেশ। সেই লক্ষ্যে ১১ ওভারেই পৌঁছে যায় ভারত, কোনো উইকেট না হারিয়েই। আসর থেকে এমন হতাশাজনক বিদায়ের পর 

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জ্যোতি বলেন, ‘তারা (ব্যাটাররা) ভালো ইনিংস খেলতে সক্ষম। তবে ভারতের বিপক্ষে ব্যাপারগুলো ভিন্ন ছিল। আমাদের ব্যাটিংয়ে কাজ করতে হবে। কারণ সেখানেই আমরা হেরে যাচ্ছি। বিশ্বকাপের আগে আমরা আমাদের ভুলগুলো শোধরানোর চেষ্টা করব।’

গতকালের ম্যাচে ব্যাটিং ব্যর্থতার শুরুটা হয়েছিল টপ-অর্ডারেই। এবং সেখানেই মানসিকভাবে পিছিয়ে পড়ে বলে জানান জ্যোতি। ‘আমরা মূলত কি চেয়েছিলাম সেটাই বুঝতে পারিনি। পাওয়ারপ্লেতে অনেক উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। টপ অর্ডাররা যখন রান না করে, দলের পক্ষে তখন রান তোলা কঠিন হয়ে যায়। এটা মানসিক ব্যাপার।’

;