রাঁচিতে ১০ রানে আউট দুই দলের ৪ ব্যাটার 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-02-24 13:21:41

শেষ ৬ রানেই আগের দিনে বাঁচিয়ে রাখা ৩ উইকেট হারায় ইংল্যান্ড। যার পেছনের কারিগর রবীন্দ্র জাদেজার। এই অলরাউন্ডারের স্পিন ঘূর্ণিতে আরও বড় সংগ্রহের আশা জাগালেও ৩৫৩ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস। সেখানে ব্যাট করতে নেমে স্বস্তি পায়নি স্বাগতিকরাও। দলীয় ৪ রানের মাথায় সিরিজে ছন্দে থাকা ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ফেরান জেমস অ্যান্ডারসন। এতে রাঁচিতে দুই দলের ১০ রানের মাঝে উইকেট পড়ে ৪টি। 

শুরুর সেই চাপ অবশ্য কিছুটা সামলে নিয়েছেন আগের দুই ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান যশস্বী জয়সওয়াল। শেষ খবর পাওয়া পর্যন্ত মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৪ রান তুলেছে ভারত। 

এর আগে প্রথম দিনে ১১২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। সেখানে রুটের সেঞ্চুরি পেরোনো ১২২ রানের অপরাজিত ইনিংস এবং ওলি রবিনসনের ৫৮ রানের ভরে প্রথম ইনিংসে সাড়ে তিনশ ছাড়ায় ইংল্যান্ডের প্রথম ইনিংস।

এ সম্পর্কিত আরও খবর