সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের প্রশংসায় তামিম 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-02 16:31:50

ভারত বিশ্বকাপে প্রথম পর্বের শেষ দিকে এসে ব্যাটিংয়ের সময় আঙুলে পাওয়া চোট এবং পরে যুক্ত হয় চোখের সমস্যা। এতে বিশ্রাম সেরে বিপিএল দিয়ে মাঠের নিয়মিত খেলায় ফিরলেও আসরের শুরুর দিকে বেশ ছন্দহীন ছিলেন দেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে সময় গড়িয়ে নিজেকে করেছেন পরিবর্তন, পেয়েছেন ব্যাটে-বলে ছন্দ। শুরুর দিকে যেখানে সবাই দেখছিলেন হয়তো সবচেয়ে বাজে আসর কাটাতে যাচ্ছেন সাকিব, সেখানে ম্যাচ কয়েক পরে নাম লেখান টুর্নামেন্ট সেরার দৌড়ে। 

তাই তো মাঠের বাইরে বিভিন্ন কারণ নিয়ে দ্বৈরথের সৃষ্টি হলেও সাকিবের এমন পারফরম্যান্সের প্রশংসা করেছেন তামিম ইকবালও। 

আসরের ১৩ ম্যাচের ১১ ইনিংসে ব্যাট করে ২৫৫ রান করেন সাকিব, যেখানে স্ট্রাইক রেট ১৬০ ছুঁইছুঁই। এদিকে বোলিংটা আরও উজ্জল দেশসেরা এই ক্রিকেটারের। ১৩ ম্যাচে পেয়েছেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ ১৭ উইকেট। যেখানে ইকোনমিও বেশ কিপ্টে, ৬.৩১, যা সেরা পাঁচ বোলারের মধ্যে সবচেয়ে কম। 

গতকাল সংবাদ সম্মেলনে আসরের তারকা ক্রিকেটারদের বর্ণনায় তাই সাকিবের নাম যেন অনায়াসেই এসেছে তামিমের বক্তব্যে। সেখানে তামিম বলেন, ‘শরীফুল খুবই ভালো বোলিং করেছে। হৃদয় তো দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে। সে যখন রান করেছে, তখন দারুণ প্রভাববিস্তারী ছিল। সাকিব ভালো করেছে। ভালো শুরু হয়নি। তবে শেষের দিকে ভালো করেছে। তবে দুজনের নাম বললে হৃদয় আর শরীফুল।’ 

এ সম্পর্কিত আরও খবর