ধর্মশালা টেস্ট: ব্যাটে-বলে ব্যর্থ ইংল্যান্ড, উড়ছে ভারত 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-08 14:33:55

 

হায়দরাবাদ টেস্ট হারের পর থেকেই যেন ছন্দের পাহাড় ভর করেছে ভারতের ওপর। ব্যাটে-বলে দুইয়েই স্বাগতিকদের ফর্মের চরম সীমা ছুঁতে একে একে ব্যর্থ হয়ে পরপর তিন টেস্টেই হেরেছে ইংল্যান্ড। সেই ধারা চলমান সিরিজের পঞ্চম ও শেষ টেস্টেও, ধর্মশালায়। সেখানে প্রথম ইনিংসে সফরকারীদের ২১৮ রানে থামিয়ে নিজেদের ইনিংসে ব্যাট করতে নেমে পাহাড়সম সংগ্রহের পথেই নেমেছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮১ ওভার শেষে ৩ উইকেটে ৩৬৬ রান তুলেছে স্বাগতিকরা। ১৪৬ রানে এগিয়ে আছে রোহিত শর্মার দল। 

প্রথম দিনেই ব্যাটিং পাওয়া ভারতের শুরুটাও ছিল দুর্দান্তের কাতারে। ১০৪ রান আসে সেই ওপেনিং জুটিতে। আগের দুই টেস্টেই দুটি ডাবল সেঞ্চুরি হাঁকানো যশস্বী জয়সওয়াল ধর্মশালার প্রথম ইনিংসে আউট হন ৫৭ রান করে। তবে শুভমান গিলকে নিয়ে দিনটা নিজেদের দখলে রেখেই শেষ করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এবং দ্বিতীয় দিনের প্রথম সেশনে ঠিক সেখান থেকেই শুরু করে দুজনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। তবে ৪ রানের ব্যবধানে রোহিত-গিল ফিরলে থামে রানের সেই যাত্রা। ২৭৫ রানের মাথায় ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের বলে বোল্ড হন রোহিত। এর আগে নিজের খাতায় তোলেন ১০৩ রান। পরের ওভারেই সাজঘরে শুভমান, ১১০ রান করে। 

২২ গজে বর্তমানে অপরাজিত আছেন এই সিরিজে টেস্ট অভিষেক হওয়া সরফরাজ খান ও চলমান এই টেস্টে অভিষেক হওয়া দেবদূত পাডিকাল। এরই মধ্যে ৮৭ রানের জুটি গড়ে ফেলেছেন এই দুজন। ৫৫ বলে ফিফটি তুলে ব্যাট করছেন সরফরাজ, এদিকে ৩৯ রানে অপরাজিত পাডিকাল। 

এর আগে টসে জিতে প্রথম দিনে ব্যাটিংয়ে নেমে জ্যাক ক্রলির নৈপুণ্যে শুরুটা ভালো হলেও কুলদীপ ও অশ্বিনের স্পিন ঘূর্ণিতে ২০০-পেরিয়ে থামে ইংলিশদের প্রথম ইনিংসে। ২১৮ রানের এই পুঁজিতে সর্বোচ্চ ৭৯ রান আসে ক্রলির ব্যাটে। এদিকে কুলদীপের ফাইফারের নিজের শততম টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নেন অশ্বিন। 

এ সম্পর্কিত আরও খবর