পাকিস্তান দলে সুযোগ পেতে যাচ্ছেন ‘নিষিদ্ধ’ উসমান

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-04-08 17:04:41

পাকিস্তানের জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ায় উসমান খানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছিল সংযুক্ত আরব আমিরাত। নিষেধাজ্ঞার খবরে অবশ্য খুব একটা বিচলিত হতে হচ্ছে না তাকে, কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মহসিন নাকভি জাতীয় দলের জন্য তাকে বিবেচনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, রবিবার (৭ এপ্রিল) লাহোরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপের সময় নাকভি বলেন, ‘(উসমান) খান (পাকিস্তানের হয়ে) খেলার যোগ্য এবং (জাতীয় দলে) খেলবে।’

পাকিস্তানি বংশোদ্ভূত উসমান জীবিকার সন্ধানে আরব আমিরাতে গিয়ে সেখানে ক্রিকেট খেলা শুরু করেন। আমিরাতের জাতীয় দলে সুযোগ না পেলেও দেশটির বিভিন্ন ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন। এছাড়া বিপিএলসহ বিদেশি লিগগুলোতেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া।

উসমানের ক্রিকেট প্রতিভা দেখে পাকিস্তান তাকে জাতীয় দলের ক্যাম্পে ডাক দেয়। সে ডাকে সাড়া দিয়ে ক্যাম্পে যোগ দেন তিনি। তবে এতে নাখোশ হয়েই তাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আমিরাতের ক্রিকেট বোর্ড।

এ সম্পর্কিত আরও খবর