ফল নিয়ে চিন্তা নেই শান্তর

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-05-29 17:30:40

দুয়ারে আরেকটা টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টে বাংলাদেশের গল্পটা হতাশার। আটবার অংশ নিয়েও কখনো নকআউট পর্বে খেলা হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। এবার নবমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে অবশ্য ফল নিয়ে খুব একটা ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের হাল বেহাল। সবশেষ যুক্তরাষ্ট্রের কাছে টি-টোয়েন্টি সিরিজে হারের পর এখন বিশ্বকাপে একটা বড় লক্ষ্য নির্ধারণ করাও যেন মুশকিল হয়ে গেছে। অধিনায়ক শান্ত তাই বড় কোনো স্বপ্ন দেখাচ্ছেন না। নিজেদের ভারমুক্ত রাখতে ফল নিয়েও খুব একটা মাথা ঘামাচ্ছেন না, ‘সম্ভাবনা আমি বলতেই চাই না। কারণ আপনিও (প্রশ্নকর্তাকে) চান বাংলাদেশ শিরোপা জিতুক। খেলোয়াড়েরাও চায় বাংলাদেশ দল কাপ জিতুক। এটাই সবচেয়ে বড় লক্ষ্য।’

‘কিন্তু অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ হলো প্রস্তুতিটা ঠিকমতো নিয়েছি কি না, ছোট ছোট কাজগুলো করছি কি না, প্রক্রিয়াটা ঠিক আছে কি না—এই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, প্রতিটি ম্যাচে আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি, তাহলে ফল আসবেই। তাই ফল নিয়ে খুব একটা চিন্তা নেই। ছোট ছোট জিনিসগুলো যেন আমরা ঠিক করতে পারি, এটা নিয়ে বেশি মনোযোগী’-যোগ করেন শান্ত।

দল নিয়ে আপাতত গর্বিত হওয়ার অবকাশ না থাকলেও নিজের ব্যক্তিগত অর্জনে উচ্ছ্বসিত অধিনায়ক শান্ত। বিসিবির গ্রিন রেড স্টোরিতে সে গর্বের কথা জানালেন, ‘প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। তারপর যদি বিশ্বকাপের মতো আসরে এ ধরনের সুযোগ আসে, তাহলে সেটি অনেক গর্বের ব্যাপার।’

আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন।

এ সম্পর্কিত আরও খবর