বার্সায় জাভির উত্তরসূরি ‘সেই’ ফ্লিক

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-05-29 21:17:41

সাম্প্রতিককালে বার্সেলোনাকে সবচেয়ে বিব্রতকর হারের স্বাদ দিয়েছে বায়ার্ন মিউনিখ। ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলে বায়ার্নের কাছে হেরেছিল বার্সেলোনা। সেদিন বায়ার্নের ডাগআউটে দাঁড়িয়ে বার্সেলোনার গহীন অতলে তলিয়ে যাওয়া দেখেছিলেন হান্সি ফ্লিক। কয়েক বছর পর এবার সেই বার্সেলোনার ডাগআউটেই দাঁড়াতে যাচ্ছেন এই জার্মান কোচ।

মাসখানেক ধরে ফ্লিকের বার্সার দায়িত্ব নেয়ার গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। গত ২৪ মে জাভিকে ছাঁটাইয়ের ঘোষণা দেয় বার্সেলোনা। তখন ফ্লিককে নিয়োগ দেয়ার গুঞ্জন আরো জোরালো হয়। অবশেষে আজ আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ফ্লিককে পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছে বার্সেলোনা।

আপাতত দুই বছরের চুক্তিতে ২০২৬ সালের জুন পর্যন্ত বার্সেলোনায় যোগ দিয়েছেন ফ্লিক।

পেশাদার ক্যারিয়ারে প্রথমবার ডাগআউটে দাঁড়িয়েই ইতিহাস গড়েছিলেন ফ্লিক। ২০২০ সালে বায়ার্ন মিউনিখকে ঐতিহাসিক ‘সেক্সটাপল’ বা এক মৌসুমে ছয় ট্রফি জিতিয়েছিলেন।

বায়ার্ন ছেড়ে জার্মান জাতীয় দলের দায়িত্ব নিয়ে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি ফ্লিক। প্রথম জার্মান কোচ হিসেবে বাজে ফলাফলের জন্য চাকরীচ্যুত হন ৫৯ বছর বয়সী এই ফুটবল কোচ।

সদ্যসমাপ্ত ২০২৩-২৪ মৌসুম শিরোপাহীন কেটেছে বার্সেলোনার। দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করলেও চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ছিল ১০। বড় চ্যালেঞ্জ সামনে নিয়েই তাই বার্সেলোনার ডাগআউটে দাঁড়াতে হবে ফ্লিককে।

এ সম্পর্কিত আরও খবর