অধিনায়ক হিসেবে এমন না প্রতিদিনই ভালো খেলতে হবে: শান্ত 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-13 12:21:56

বিশ্বকাপের বাংলাদেশ খেলে ফেলেছে দুটি ম্যাচ। এর আগে যুক্তরাষ্ট্র ও ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ মিলিয়ে তারা খেলেছে আরও আট ম্যাচ। সবশেষ এই দশটি টি-টোয়েন্টি ম্যাচের একটিতেও ফিফটির দেখা পাননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই ১০ ম্যাচের ৯ ইনিংসে ব্যাট করে তিনি করেছেন স্রেফ ১৪১, সর্বোচ্চ ইনিংসটা ৩৬ রানের। পরিসংখ্যানই বলে দিচ্ছে ব্যাট হাতে কতটা ছন্দহীন মোটেও এই বাঁহাতি ব্যাটার। তবে নিজের ব্যাটিং নিয়ে বাড়তি কোনো চাপ অনুভব  করছেন না তিনি। এমনকি অধিনায়ক হলেই যে প্রতিদিনই ভালো খেলতে হবে এমনটাও ভাবেন না শান্ত। 

সুপার এইটের রাস্তা সহজ করতে জয়ের উদ্দেশ্যে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে নামবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। 

সেই ম্যাচকে সামনে রেখেই সংবাদ সম্মেলনে আসেন শান্ত। সেখানে দলের টপ-অর্ডারদের ব্যাটিং ব্যর্থতার সূত্র ধরে প্রশ্ন আসে তার ব্যাটিং নিয়েও। তিনি দলের মূল ব্যাটারদের একজন অধিনায়ক, তার থেকে বাড়তি চাওয়া যেন থাকবেই। একটা প্রশ্ন এমন ছিল, অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বিষয়টা বলে এসেছিলেন? আপনার কি মনে হয় আপনার কাছ থেকে দলের বড় কিছু পাওনা হয়ে গেছে? এটাই রাইট টাইম টু ক্লিক? সেখানে শান্ত বলেন, ‘আমার ব্যাটিংটা ভালো হয়নি। রান করতে হবে ব্যাটার হিসেবে। কিন্তু এই নিয়ে বাড়তি কোনো চাপ অনুভব করছি না। যদি ভালো শুরু পাই, তাহলে অবদান রাখার চেষ্টা করব। অধিনায়ক হিসেবে এমন না প্রতিদিনই ভালো খেলতে হবে, কিন্তু ব্যাটার হিসেবে দায়িত্ব আছে যে আমি কতোটুকু অবদান রাখতে পারি। তো এটা নিয়ে পরিশ্রম করছি।’

ব্যাটাররা ছন্দে না থাকলেও বোলাররা আছেন বেশ ছন্দে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা একদম কাছে গিয়ে হারতে হয়েছে বাংলাদেশকে। তবে আজকের ম্যাচে জিতলে সুপার এইটের রাস্তা অনেকটাই সহজ জয়ে যাবে শান্ত-তাসকিনদের। এবং সুপার এইটে নিজেদের সুযোগটাকেই বেশি দেখছেন শান্ত। ‘আমাদের ভালো সুযোগ আছে। তবে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা জেতার জন্যই খেলব। আশা করছি ভালো একটা ম্যাচ হবে। প্রত্যেকটা খেলোয়াড় চিন্তাভাবনার দিক থেকে খুব ভালো অবস্থানে আছে। আশা করছি ভালো একটা ম্যাচই হবে।’ 

এ সম্পর্কিত আরও খবর