অধিনায়ক শান্তর সমালোচনা করলেন সাকিব-তামিম

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-23 16:25:51

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ভারতের বিপক্ষেও হেরে বসেছে বাংলাদেশ। আর তাতে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। তবে হারের চেয়ে এ ম্যাচে বেশি সমালোচিত হচ্ছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব।

নিজেদের ব্যাটিং দুর্বলতা জানার পরও টস জিতে ভারতের মতো দলকে আগে ব্যাটিংয়ে পাঠানো। এরপর একাদশ থেকে তাসকিন আহমেদকে বাদ দিয়ে ব্যাটার হিসেবে জাকের আলিকে খেলানো। এছাড়াও দেরিতে পেস বোলাদের ব্যবহার করা। দিনশেষে অধিনায়কের এসব ভুলকে দেখা হচ্ছে ভারতের বিপক্ষে ৫০ রানের বিশাল ব্যবধানে হারের কারণ হিসেবে। আর এই দায়টা অধিনায়কের দিকে দিয়েছেন বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান ও তামিম ইকবাল খান।

টস জেতার পরও অধিনায়ক শান্তর বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া পছন্দ হয়নি সাকিব ও তামিমের। যা নিয়ে দু’জনেই প্রশ্নবিদ্ধ করেছেন শান্তকে। ম্যাচ শেষে টসের সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন, ক্যারিবিয়ানে একটা বা দুটি ম্যাচেই (দলগুলো টসে জিতে পরে ব্যাটিং করেছে)…ইংল্যান্ড মনে হয় একটা ম্যাচে ১৮০ চেজ করেছে। নইলে প্রথমে ব্যাটিং করাটাই নিয়ম, দলগুলো এতে সফলও হচ্ছে। এটা মনে রাখলে হয়তো প্রথমে ব্যাটিং করলেই ভালো হতো। তবে অধিনায়ক ও কোচ হয়তো ভেবেছেন, ওদেরকে মোটামুটি একটা রানে আটকে রাখতে পারলে কাজটা সহজ হবে। কত রান করতে হবে, এটা জানা থাকবে।’

তামিম অবশ্য অধিনায়কের এমন সিদ্ধান্তে বেশ অবাকই হয়েছেন। ইএসপিএনক্রিকইনফোর বিশেষজ্ঞদের আলোচনায় তামিম বলেন, ‘সে (বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত) বলেছিল যে তার খেলা শেষ করা উচিত ছিল কিন্তু বাংলাদেশ কখনই এই প্রতিযোগিতায় ধারে কাছে যেতে পারেনি। আমি বুঝতে পারিনি কেন সে এমনটি বললেন। এই পুরো টুর্নামেন্টেই বাংলাদেশের ব্যাটিং হতাশ করেছে। এখন আসলেই ভাবতে হবে কিভাবে তারা এখান থেকে বেরিয়ে আসবে।’

তামিম আরও বলেন, ‘যখন আপনার ব্যাটাররা রান করছে, তখন আপনি আত্মবিশ্বাসী যে আপনার ব্যাটিং লাইন আপ ১৬০ বা ১৭০ রান তাড়া করতে পারে। যখন আপনি জানেন যে আপনার ব্যাটিং সংগ্রাম করছে, তখন আমি অবাক হয়েছিলাম বাংলাদেশের প্রথমে বল করার সিদ্ধান্ত দেখে। এ ম্যাচে তাদের বেশ কিছু সিদ্ধান্ত আমাকে অবাক করেছে। যার দিকে আঙুল তুলা যায়।’

একাদশে পেসার তাসকিন আহমেদকে না দেখে অবাক হয়েছেন তামিম। বলেন, ‘আমি খুব অবাক হয়েছিলাম দেখে যে তাসকিন খেলছে না। দুই স্পিনারই প্রচুর রান খরচ করেছে। একটা সময় ছিল যখন তানজিমের হাসান সাকিব কাছে উইকেট হারিয়ে ভারত কিছুটা ধুঁকছিল। যদি তাসকিন সেখানে একজন অতিরিক্ত ফাস্ট বোলার হিসেবে থাকতেন তবে আমরা শিবম দুবের শর্ট বলের দুর্বলতার সুযোগ নিয়ে ভারতকে আক্রমণ করতে পারতাম।’

মুস্তাফিজকে কেন শুরুতে বোলিংয়ে আনা হয়নি সেটা নিয়েও অধিনায়ক শান্তর সিদ্ধান্তে হতাশ তামিম। বলেন, ‘সবাই বাঁহাতি ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে রোহিত শর্মার সামান্য দুর্বলতা নিয়ে কথা বলেছে। খেলায় একই রকম বোলার থাকলে সেটা খেলোয়াড়ের মনে চলে। বাঁহাতি সিমার দিয়ে শুরু করার সুযোগ ছিল বাংলাদেশের, এক নজর দেখার জন্য। ভারত হয়তো ১৯৬ রান করেছে, কিন্তু রোহিতের শুরুটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তানজিম আগের ম্যাচগুলোতে নতুন বলে ভালো করেছে। সে আজ নতুন বল পায়নি। কেন অন্য কারো জন্য পুরো সেটআপ পরিবর্তন করতে হবে, এমনকি যখন কেউ ব্যতিক্রমী ভালো করছে?’

বিশ্বকাপ কেমন কেটেছে বাংলাদেশের সেই প্রশ্নে সাকিব বলেন, ‘এই বিশ্বকাপে আমাদের জয়ের হার ৫০ শতাংশ কিন্তু আমরা যদি ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করতে পারতাম। যেভাবে আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়েছি, তাহলে আমরা এটাকে ভালো বিশ্বকাপ অভিযান বলতে পারতাম। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের রান কম করেছি। গত ম্যাচে আমরা ১৪০ করেছি, আজ ১৪৬। আমাদের সামনে টার্গেট থাকায় আজ আমাদের আরও ভালো করা উচিত ছিল। আমরা এটাও মানুষকে দেখাতে পারিনি যে আমরা ম্যাচে ছিলাম।’

এ সম্পর্কিত আরও খবর