রোহিত-কোহলির প্রশংসায় পঞ্চমুখ শচীন

  ক্রিকেট কার্নিভাল


স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যার খেলা দেখেই এই দুইজনের ক্রিকেট খেলার শুরু, স্বয়ং তার কাছ থেকেই কয়েকটা ভালো কথা সবচেয়ে বেশি অনুপ্রাণিত করবে এটাই স্বাভাবিক। ভারতীয় ক্রিকেট ছাপিয়ে পুরো বিশ্বজুড়েই ক্রিকেটের রথীমহারথীরা রোহিত-কোহলির বিদায়ে স্যোশাল মিডিয়ায় নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন। বিশ্বজুড়েই তারা পাচ্ছেন বিদায়ী অভ্যর্থনা। ভক্তদের ইমোশনের সেই ঘোর এখনও কাটেনি, সেই বিশ্বজয়ের আনন্দে নতুন করে আবেগ এবং আনন্দ বাড়ালেন শচীন টেন্ডুলকার।

নিজের সবগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে দুই সাবেক সতীর্থকে নিয়ে এক সাথে পোস্ট দিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি শচীন। বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে এবং ভারতের পতাকা জড়ানো গায়ে দুজনের তোলা সেই ছবি আপলোড দিয়ে দুজনের জন্যই আলাদা আলাদা দুটি বর্ণনা লিখেছেন তিনি।

অধিনায়ক রোহিত শর্মার প্রশংসায় শচীন লিখেছেন, 'রোহিত শর্মা, একজন প্রমিজিং ক্রিকেটার থেকে বিশ্বকাপজয়ী অধিনায়ক, তোমার বিবর্তন আমি খুব কাছ থেকে দেখেছি। আপনার অটল প্রতিশ্রুতি এবং ব্যতিক্রমী প্রতিভা জাতির জন্য প্রচুর গর্ব বয়ে এনেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতা, তোমার তারকাখ্যাতি সম্পন্ন ক্যারিয়ারের নিখুঁত পরিণতি। সাবাশ, রোহিত!'

বিরাট কোহলিকে নিয়ে তিনি বলেন, 'বিরাট কোহলি, তুমি এই খেলার সত্যিকারের চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের শুরুর দিকে তোমার খারাপ সময় গেলেও, গত রাতে তুমি প্রমাণ করেছো কেন তুমি ভদ্রলোকের খেলার সত্যিই অন্যতম সেরা। ছয়টি বিশ্বকাপে লড়াই করা এবং শেষটায় জয় পাওয়া, এমন অভিজ্ঞতার সাক্ষী আমি নিজেই। আমি আশা করি তুমি অন্য দুই ফরম্যাটে ভারতের হয়ে আরও অনেক জিতবে।'

ভারতের জার্সি গায়ে এই দুই বর্তমান গ্রেটের সঙ্গে প্রায় অর্ধযুগ ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন গ্রেটেস্ট অব অল টাইম শচীন। আইপিএল শিরোপাও শচীন জিতেছেন রোহিতের অধীনে মুম্বাইতে। এমন সব কথা নিশ্চয় সাবেক দুই টিমমেটকে অনুপ্রাণিত এবং গর্বিত করবে অনেক বেশি।

এলপিএলে মাঠে নামছে তাসকিনের কলম্বো স্ট্রাইকার্স



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লঙ্কান প্রিমিয়ার লিগের ম্যাচে গতকাল (সোমবার) রাতে ক্যান্ডি ফ্যাল্কন্সের বিপক্ষে মাঠে নেমেছিল ডাম্বুলা সিক্সার্স, যেই দলে আছেন দুই টাইগার ক্রিকেটার তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান। ব্যাট হাতে হৃদয় করেছেন মাত্র ১ রান এবং মুস্তাফিজ শিকার করেছেন ১ উইকেট। যদিও তাদের দল শেষ পর্যন্ত ৬ উইকেটে হারের স্বাদ হজম করেছে।

আজ (মঙ্গলবার) ক্যান্ডি ফ্যাল্কন্সের বিপক্ষে মাঠে নামছে কলম্বো স্ট্রাইকার্স, যেখানে প্রথমবারের মতো খেলছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশ সময় রাত ৮টায় পাল্লেকেলেতে মুখোমুখি হবে দু’দল।

এবারই প্রথম এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়েছেন তাসকিন। সব ঠিক থাকলে আজ রাতেই এলপিএলে অভিষেক হতে যাচ্ছে তার। লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে ৫০ হাজার ডলারে তাসকিনকে এবার দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স।

  ক্রিকেট কার্নিভাল

;

ব্রাজিল-কলম্বিয়া ম্যাচ: ফুটবল-নন্দন আর শক্তি প্রদর্শন



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ব্রাজিল-কলম্বিয়া ম্যাচ, ফাইল ছবি

ব্রাজিল-কলম্বিয়া ম্যাচ, ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

সেই ২০২২ সালের ফেব্রুয়ারিতে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ হেরেছিল কলম্বিয়া। এরপর জার্মানি, ব্রাজিল ও স্পেনের মতো প্রতিপক্ষকে একে একে হারিয়ে দিয়ে টানা ২৫ ম্যাচ অপরাজিত দলটি।

হারতে ভুলে যাওয়া দল কলম্বিয়ার বিপক্ষে ফের মুখোমুখি ব্রাজিল। কোপা আমেরিকায় ‘ডি’ গ্রুপ থেকে কলম্বিয়া এরইমধ্যে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে, ব্রাজিলের আছে দুশ্চিন্তা; কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পাশাপাশি নকআউট পর্বে তুলনামূলক কম শক্তির প্রতিপক্ষ বাছাইয়ের সুযোগ।

গ্রুপের দুই রাউন্ড শেষ। প্যারাগুয়েকে ২-১ গোলের হারানোর পর কোস্টা রিকাকে ৩-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। অপরদিকে, প্রথম ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে সেলেসাওরা।

গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হয়নি এখনো, তবে নিশ্চিত হয়েছে কলম্বিয়ার (পয়েন্ট ৬) নকআউট পর্বে উত্তরণ। নিশ্চিত হয়েছে প্যারাগুয়ের বিদায়। ব্রাজিলের (পয়েন্ট ৪) বিপক্ষে ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে আশায় আছে এখনো কোস্টা রিকা (পয়েন্ট ১)।


নকআউট পর্বে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে ‘সি’ গ্রুপের রানার্সআপ দল পানামার বিপক্ষে, আর গ্রুপের রানার্সআপ দল খেলবে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল উরুগুয়ের বিপক্ষে। ম্যাচগুলো হবে যথাক্রমে ৭ জুলাই ভোর ৪টায় এবং সকাল ৭টায়।

কাতার বিশ্বকাপে ভরাডুবির পর ব্রাজিলের কোচ পরিবর্তন হয়েছে। তিতের পর আরও কয়েক হাত ঘুরে দায়িত্বে এখন দরিভাল জুনিয়র। ক্লাব ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা থাকা দরিভাল দায়িত্বে এসে হঠাৎ যে সবকিছু বদলে যাবে এমন আশ্বাস দেননি। সময় চেয়েছেন তিনি। বলেছেন, এটা পরিবর্তনের সময়, রূপান্তরের সময়। একটা দল রাতারাতি তৈরি করা যায় না। এটা স্বাভাবিক প্রক্রিয়া।

তবে ব্রাজিলের ফুটবল এমনই যে, যেখানে থাকে প্রত্যাশার চাপ, ফলাফলের সঙ্গে দেখাতে হয় নান্দনিকতার ছাপ। কাতারে ব্যর্থতার পর বিশ্বকাপ বাছাইপর্বে অপ্রত্যাশিত ফলাফলে এই অল্প সময়ের মধ্যে র‌্যামন মেনেজেস, ফের্নান্দো দিনিজ কেউ টিকতে পারেননি। দরিভাল জুনিয়রের সামনে তাই কঠিন পরীক্ষা।

কোপা আমেরিকায় দরিভাল জুনিয়রের দল দ্বিতীয় ম্যাচে ব্রাজিলিয়ান চিরায়ত শৈল্পিক ফুটবলের পসরা সাজিয়ে প্যারাগুয়েকে বড় ব্যবধানে হারিয়েছে। তবে কোয়ার্টার ফাইনালে উত্তরণের ম্যাচ কলম্বিয়া শক্ত প্রতিপক্ষ। তার ওপর বিশ্বকাপ বাছাইয়ে এই দলটির কাছে হেরেওছিল ব্রাজিল। পরীক্ষা তাই শক্ত।


গ্রুপে যে অবস্থান, তাতে কলম্বিয়ার বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে নয়বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল। তখন প্রতিপক্ষ হবে পানামা। ম্যাচ ড্র হলেও ব্রাজিল যাবে কোয়ার্টার ফাইনালে, তখন সামনে আসবে দারুণ ছন্দে থাকা উরুগুয়ে।

আর হেরে গেলে কী হবে, বাদ কি পড়ে যাবে ব্রাজিল? না, হিসাবটা এত সহজ নয়। দুই ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়া কোস্টা রিকাকে প্রথমে প্যারাগুয়ের বিপক্ষে জিততে হবে, এবং এরপর ঘুচাতে হবে গোল ব্যবধান। দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নেওয়া ব্রাজিল আছে ৩ গোলের অগ্রগামী, অন্যদিকে কোস্টা রিকা রয়েছে ৩ গোলে পিছিয়ে। অর্থাৎ ব্রাজিলের বাদ পড়ার সম্ভাবনা তাই স্রেফ অংকের হিসাব!

সাম্প্রতিক লড়াইয়ের ফল, কোপা আমেরিকায় বর্তমান অবস্থানের দিক থেকে এগিয়ে থাকলেও কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ নেস্তর লরেন্সো মাটিতে পা রাখছেন। বলছেন, দলটির নাম যখন ব্রাজিল, তখন ম্যাচে কেউ ফেভারিট নয়। কলম্বিয়া ইতিহাসের কয়েকটি পাতা লিখেছে উল্লেখ করে বলছেন তিনি, তারা আছেন ইতিহাস সমৃদ্ধ করতে।

কলম্বিয়ার ইতিহাস সমৃদ্ধকরণ নাকি ব্রাজিলের প্রত্যাবর্তন, লেখা শুরু হবে ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে; বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টা থেকে। দারুণ ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, লুকাস পাকেতার সাথে লুইস দিয়াস ও জেমস রদ্রিগেসদের ম্যাচে থাকবে নান্দনিকতা, সঙ্গে শক্তির প্রদর্শনীও।

হেড-টু-হেড
ম্যাচ: ৩৬, ব্রাজিল: ২১, কলম্বিয়া: ৪, ড্র: ১১।

সবশেষ ৫ ম্যাচের ফল
১৬ নভেম্বর ২০২৩: কলম্বিয়া ২-১ ব্রাজিল
১১ নভেম্বর ২০২১: ব্রাজিল ১-০ কলম্বিয়া
১০ অক্টোবর ২০২১: কলম্বিয়া ০-০ ব্রাজিল
২৩ জুন ২০২১: ব্রাজিল ২-১ কলম্বিয়া
৬ সেপ্টেম্বর ২০১৯: ব্রাজিল ২-২ কলম্বিয়া ২

  ক্রিকেট কার্নিভাল

;

বিতর্কিত ক্যাচ নিয়ে নিজেই মুখ খুললেন সূর্য

  ক্রিকেট কার্নিভাল



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল ম্যাচের শেষ ওভারে দারুণ এক ক্যাচ নিয়ে ডেভিড মিলারকে সাজঘরে ফিরিয়েছিলেন সূর্যকুমার যাদব। মূলত সেই ক্যাচটিই ভারতের জয়ে অন্যতম ভূমিকা পালন করেছে। সেই ক্যাচটি নিয়ে বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত সেই ক্যাচটিই ভারতকে শিরোপা এনে দিয়েছে।

সূর্যকুমারের এমন ক্যাচের পর থেকেই তা নিয়ে হচ্ছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেরই দাবী, ক্যাচ নেওয়ার সময় সীমানা দড়িতে পা লেগেছিল সূর্যের। ফলে এটি আউট দেওয়া ইছুত হয়নি আম্পায়ারের। ছক্কা হলে ম্যাচটি হয়ত জিতেও যেতে পারত প্রোটিয়ারা।

শেষ পর্যন্ত যে ৭ হারে হারতে হয়েছে প্রোটিয়াদের। ওই বলটি ক্যাচ না হয়ে ছক্কা হলে ম্যাচটা প্রোটিয়ারা না জিতলেও অন্তত টাই হতে পারত, সুপার ওভারে যেতে পারত। এসব নিয়ে যখন চলছে পক্ষে বিপক্ষে তুমুল বিতর্ক; তখন আলোচিত সেই ক্যাচ নিয়ে মুখ খুলেছেন সূর্য নিজেই।

ক্যাচ নিয়ে সূর্য বলেন, ‘রোহিত ভাই সাধারণত কখনও লং-অনে দাঁড়ান না কিন্তু সেই মুহূর্তে তিনি সেখানে ছিলেন। তাই যখন বল উপরে ছিল, এক সেকেন্ডের জন্য আমি তার দিকে তাকালাম এবং সে আমার দিকে তাকাল। আমি দৌড়ে গিয়েছিলাম এবং আমার লক্ষ্য ছিল বলটি ধরা। এবং রোহিত ভাই কাছে থাকলে আমি তার দিকে বল ছুঁড়ে দিতাম। কিন্তু এই চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে সে কোথাও ছিল না, আমি আসলে ঠিক ব্যাখ্যা করতে পারব না।’

সূর্য আরও বলেন, ‘যখন আমি বলটি উপরে ঠেলে দিয়েছিলাম এবং ক্যাচটি নিয়েছিলাম, আমি জানতাম যে আমি দড়ি স্পর্শ করিনি। এ বিষয়ে আমি সতর্ক ছিলাম। আমি জানতাম আমি যখন বলটিকে ভিতরে ঠেলে দিয়েছে, তখন আমার পা দড়িতে স্পর্শ করেনি। আমি জানতাম এটি একটি সঠিক ক্যাচ ছিল। আর যদি বলটি ছক্কায় হতো তাহলে, সমীকরণ হতো পাঁচ বলে দশ রান। আমরা হয়তো তখনও জিততে পারতাম, কিন্তু ব্যবধান আরও কাছাকাছি হতো।’

  ক্রিকেট কার্নিভাল

;

হাসির খোরাক হয়েছে রোনালদোর কান্না



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দলগত শক্তিমত্তা কিংবা তারকা খেলোয়াড়দের সংখ্যা, সবদিকেই স্লোভেনিয়ার চেয়ে ঢের এগিয়ে ছিল পর্তুগাল। ৩৯ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো শেষ ষোলোর এই ম্যাচে পুরো ম্যাচ জুড়েই সেরকম প্রভাব বিস্তার করতে পারেননি যেমনটা তার থেকে ভক্ত ও দর্শকরা আশা করেছিল। এমনকি অতিরিক্ত সময়ে পেনাল্টির সুযোগ পেয়েও দলকে জেতাতে পারেননি।

মূল ম্যাচে পেনাল্টি মিস করলেও পরে যদিও টাইব্রেকারে গোল করেছেন পর্তুগিজ গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচটিতে শেষ পর্যন্ত জয়ও তুলে নিয়েছে পর্তুগাল। তবে অতিরিক্ত সময়ে রোনালদোর সেই কান্না হৃদয় ছুঁয়েছে বেশিরভাগ ফুটবল সমর্থকেরই। তার এই কান্না দ্বারাই বোজাহ যায় ফুটবলের প্রতি তার অগাধ ভালোবাসা এবং দলকে এগিয়ে না নিতে পারার তীব্র যন্ত্রণা।

তবে ইন্টারনেট জগতে আরেক পক্ষ রোনালদোর এই কান্না নিয়েই করছে মশকরা, রোনালদোর চোখের জল নিয়ে তারা করছে হাসি-তামাশা। মাঠের মধ্যে এরকম অভিজ্ঞ একজন তারকা ফুটবলার, যিনি কিনা আবার দলের অধিনায়ক, তার এরকম পরিস্থিতিতে কান্না করা নিয়ে উঠছে নানা সমালোচনা, অনেকে বলছেন অনেক কথা। যেগুলোর বেশিরভাগই রোনালদোকে হেয় করে বলা হচ্ছে।

একজন ফুটবল দর্শক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ম্যাচ চলাকালে এভাবে কান্না করতে পারেন না আপনি।’।

আরেকজন লিখেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো মাঝমাঠে বসে বাচ্চা একটি মেয়ের মতো কাঁদছেন।’

একজন তার এক্স অ্যাকাউন্টে রোনালদোর কান্না নিয়ে লিখেছেন, ‘আমি দুঃখিত। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর এই কান্নার চেয়ে মজার আর কিছু হতে পারে না।’

আরেক ফুটবলপ্রেমী রোনালদোর কাঁদার ছবি পোস্ট দিয়েছে তাতে লিখেছেন, ‘রোনালদো কাঁদছেন। কারণ, রোনালদো বুঝে ফেলেছেন যে তিনি শেষ হয়ে গেছেন।’

মূল ম্যাচে রোনালদোর পেনাল্টি মিস করা এবং ফ্রিকিক মিস করা নিয়েও আছে মিশ্র প্রতিক্রিয়া। একজন এই প্রসঙ্গে লিখেছেন, ‘রোনালদো পেনাল্টি মিস করেছেন। তার বিদায়ের সময় এসে গেছে!’

মাঠে খেলার প্রতি রোনালদোর আবেগ দেখিয়ে কাঁদার জন্য এরকম হাসির পাত্র এর আগেও তাকে হতে হয়েছিল। ২০১৬ ইউরো ফাইনালে ম্যাচের শুরুর দিকেই চোট পেয়ে মাঠ ছাড়ার সময় এভাবেই কষ্টে কেঁদেছিলেন তিনি। এছাড়াও একই বছর টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার ফাইনাল হেরে মাঠেই কাঁদছিলেন লিওনেল মেসি, তার সেই কান্নার ছবি নিয়েও কম ট্রল হয়নি। একজন ফুটবল সমর্থক হিসেবে খেলোয়াড়দের আবেগ নিয়ে এই ধরণের ঠাট্টাগুলো একদমই কাম্য নয় বলেই মনে করেন বেশিরভাগ ফুটবলপ্রেমীরা।

  ক্রিকেট কার্নিভাল

;