টস জিতে বোলিংয়ে ইংল্যান্ড

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-27 21:38:09

অবশেষে থেমেছে গায়ানার বৃষ্টি। দেরিতে হলেও মাঠে গড়িয়েছে টস। যেখানে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার। ম্যাচ মাঠে গড়ানোয় আশার আলো দেখছে ইংল্যান্ড। কেননা, বৃষ্টির কারণে ম্যাচটা না হলে যে না খেলেই সেমি থেকেই বিদায় নিতে হতো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে বৃষ্টির শঙ্কা এখনও কাটেনি পুরোপুরি।

এবারের বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকলেও নেই দ্বিতীয় সেমিফাইনালের জন্য। এই ম্যাচের জন্য কেবল অতিরিক্ত ২৫০ মিনিট সময় রেখেছে আইসিসি। আর কোনো কারণে এই সময়ের মধ্যেও খেলা শেষ না করা গেলে সুপার এইটে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ভারত উঠে যাবে ফাইনালে। যেখানে আগামী ২৯ জুন ব্রিজটাউনের ফাইনালে তাদের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ড-ভারত দ্বিতীয় সেমিফাইনালে ভেন্যু গায়ানায় বৃষ্টি থামলেও শঙ্কা থাকছেই। কেননা, একটু পরপরই চলছে বৃষ্টি। টসের জন্য নির্ধারিত সময় ৮ টায় হয়নি টস। বৃষ্টির কারণে মাঠের পরিস্থিতিও বেশ নাজুক। এই অবস্থায় ফের নতুন করে বৃষ্টি শুরু হলে ম্যাচ শেষ করা বেশ কঠিনই হয়ে যাবে। যদিও গায়ানার আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে সেই শঙ্কার কথায়। ম্যাচে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ইংল্যান্ড অন্তত চাইবে বৃষ্টি আর না আসুক।

তবে বৃষ্টি আসলেও ম্যাচটি মাঠে গড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে আইসিসি। তবে সেক্ষেত্রে ন্যূনতম ১০ ওভার করে খেলতে হবে দল দুটিকে। গ্রুপপর্বের ম্যাচের জন্য এটা ৫ ওভার করে নির্ধারিত থাকলেও সেমি ও ফাইনালেও জন্য নিয়মটা ১০ ওভারের। তবে এই ওভারও যদি মাঠে না গড়ানো সম্ভব হয় আর অন্যদিকে ম্যাচের জন্য অতিরিক্ত বরাদ্দকৃত ২৫০ মিনিট সময়ও যদি পেরিয়ে যায় তখন জিতে যাবে ভারত।

ইংল্যান্ড একাদশঃ ফিল সল্ট, জশ বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মইন আলি, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জোফরা আর্চার, আদিল রশিদ, ক্রিস জর্ডান, রিস টোপলি।

ভারত একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশভ পান্ত, সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং।

এ সম্পর্কিত আরও খবর