কোপা আমেরিকায় নিষিদ্ধ হলেন আরেক আর্জেন্টাইন



Apon tariq
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ব্রাজিল যদি ফুটবলার তৈরির কারখানা হয় তবে আর্জেন্টিনা কোচ তৈরির। যার প্রমাণ মিলে কোপা আমেরিকায় অংশ নেওয়া দলগুলোর কোচিং প্যানেলের দিকে তাকালেই। কোপায় অংশ নেওয়া ১৬টি দলের মধ্যে ৭টি দলের প্রধান কোচের ভূমিকাতেই আছে আর্জেন্টাইন কোচ। বিপরীতে ব্রাজিলের কোচ মাত্র ২ জন। যাতে প্রমাণ হয় কোচ তৈরির ক্ষেত্রে কতটা এগিয়ে আর্জেন্টিনা। তবে এবার কোপায় নিষেধাজ্ঞায় পড়েই বেশি আলোচনায় আসতে হচ্ছে আর্জেন্টাইন কোচদের।

এখন পর্যন্ত কোপায় মোট ৪ জন কোচ নিষিদ্ধ হয়েছেন। শাস্তি পেয়েছেন লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (কনমেবল)। সেই চারজন কোচই আবার আর্জেন্টাইন। সবশেষ এই নিষেধাজ্ঞার তালিকায় নাম উঠেছে উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসার। উরুগুয়ের গ্রুপপর্বের শেষ ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন না তিনি। এমন কি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও আসতে পারবেন না তিনি।

তাকে এই নিষেধাজ্ঞা দেওয়ার কারণ, সবশেষ বলিভিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয়ের ম্যাচে প্রথমার্ধের বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরুর আগে দেরিতে মাঠে এসেছেন তিনি। যার কারণেই তাকে এক ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই সঙ্গে ১৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনকে।

নিষেধাজ্ঞার কারণে গ্রুপপর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাকে পাচ্ছে না উরুগুয়ে। অবশ্য এতে খুব বেশি প্রভাব পড়ার কথা নয়। কেননা, প্রথম দুই ম্যাচ দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে দলটি। তবে ম্যাচটি অবশ্য গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের জন্য। কেননা, কোয়ার্টারে যেতে এই ম্যাচে জিততেই হবে তাদের। আর সেটি না পারলেও অন্তত উরুগুয়ের সঙ্গে পয়েন্ট ভাগ করতে হবে। তবে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে শেষ ম্যাচে পানামার দিকে। কেননা, যুক্তরাষ্ট্রের সমান ৩ পয়েন্ট পানামারও।

বিয়েলসা অবশ্য প্রথম এই শাস্তি পাননি। এর আগে একই কারণে শাস্তি পেতে হয়েছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে। সঙ্গে শাস্তি পেয়েছেন চিলির কোচ রিকার্দো কারেগা ও ভেনেজুয়েলার কোচ ফের্নান্দো বাতিস্তা। যারা কিনা সবাই আর্জেন্টাইন।

সমালোচনাটা দলের প্রাপ্য, বললেন রিজওয়ান



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ওয়ানডে বিশ্বকাপের ভরাডুবি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভুলিয়ে দেবে পাকিস্তান, বাবর আজমের দলের কাছে সমর্থক এবং দর্শকদের প্রত্যাশা ছিল তেমনটিই। তবে সবাইকে হতাশ করে এবার গ্রুপপর্বও পেরোতে পারেনি পাকিস্তান। হেরেছে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে। সেই সঙ্গে ভারতের বিপক্ষে হেরে ছিটকে গেছে গ্রুপপর্ব থেকেই। এমন বিদায়ের পর পাকিস্তানে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দল। যা নিয়ে এবার মুখ খুলেছেন রিজওয়ান।

বিশ্বকাপ চলাকালীন ড্রেসিং রুমে ক্রিকেটারদের গ্রুপিং ও দ্বন্দ্বের কথা বাইরে এসেছে। যাকে বলা হচ্ছে পাকিস্তানের বিশ্বকাপ ভরাডুবির অন্যতম কারণ হিসেবে। রিজওয়ান অবশ্য তেমনটি মনে করেন না।

ড্রেসিং রুমের পলিটিক্স নিয়ে রিজওয়ান বলেন, ‘অনেকেই বলছে দলের মধ্যে রাজনীতি চলছে এবং কিছু পার্থক্য চোখে পড়েছে তাদের। যদি কোনো পার্থক্য থাকত, তবে কেন আমরা আগেও ম্যাচ হারলাম। এটা আসলে বাইরের আলোচনা। কেননা, এই একই দল ফাইনাল এবং সেমিফাইনাল খেলেছে। হ্যাঁ এটা এটা সত্য যে আমরা একটি ট্রফিও জিততে পারিনি।’

বিশ্বকাপ ব্যর্থতায় সমালোচনাটা তাদের প্রাপ্য মনে করেন রিজওয়ান। তবে এটাকে তিনি সফলতার মন্ত্র হিসেবেই দেখছেন। রিজওয়ান বলেন, ‘দল যে সমালোচনার মুখে আছে, সেটি ন্যায্য। যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি, ফলে এটি আমাদের প্রাপ্যও। যেসব খেলোয়াড় সমালোচনা সহ্য করতে পারে না, তারা সফল হতেও পারবে না।’

পাকিস্তানের বিশ্বকাপ ব্যর্থতার পর দলে মেজর সার্জারি চালানোর কথা জানিয়েছিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি। তবে এটাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছেন রিজওয়ান। বলেন, ‘আমাদের হারের একাধিক কারণ আছে। দল হারলে কেউ বলতে পারে না যে শুধু ব্যাটিং বা বোলিং ভালো হচ্ছে। আর অস্ত্রোপচার স্বাভাবিক একটা ব্যাপার। ব্যক্তি অসুস্থ হলে অস্ত্রোপচার জরুরি। পিসিবি চেয়ারম্যান পরিশ্রমী মানুষ। দলে কে থাকবে আর কে থাকবে না, সেটি ঠিক করা চেয়ারম্যানের অধিকার।’

;

কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন ব্রাজিল কোচ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রেকর্ড ৫ বারের বিশ্বকাপজয়ী দল ব্রাজিল। কোপা আমেরিকায় শিরোপা আছে ৯টি। চলতি কোপা আমেরিকাতেও অন্যতম ফেভারিট তারা। শিরোপার অন্যতম দাবিদার। তবে গ্রুপপর্বে যেই ফুটবল খেলেছে ব্রাজিল; তাতে ব্রাজিলকে বোধয় এখন আর কোপার অন্যতম ফেবারিটের তালিকায় রাখার সুযোগ নেই। বলতে গেলে গ্রুপপর্ব কোনো রকমে পারি দিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে ব্রাজিল। তিন ম্যাচের মধ্যে জয় কেবল একটি। বাকি দুটিতেই ড্র।

গ্রুপপর্বের শেষ ম্যাচেও কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে পয়েন্ট ভাগ করতে হয়েছে ব্রাজিলকে। এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া। অন্যদিকে ব্রাজিল গ্রুপ রানার্সআপ। যে কারণে কোয়ার্টারে ব্রাজিলকে মুখোমুখি হতে হবে গ্রুপ ‘সি’ এর চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে। যেখানে গ্রুপপর্বে দারুণ ফুটবল খেলেছে উরুগুয়ে। দাপুটে জয় পেয়েছে তিন ম্যাচের তিনটিতেই। যা উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলের অন্যতম বড় চিন্তার কারণ। তাছাড়া এমন কঠিন ম্যাচে ব্রাজিল পাচ্ছে না দলের সেরা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রকে। যা ব্রাজিলের দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে আরও।

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকেও দেখা গেল বেশ চিন্তিতই। উরুগুয়ের বিপক্ষে যে কঠিন পরীক্ষা দিতে হবে তাদের তিনি মানছেন সেটিও। কলম্বিয়ার বিপক্ষে ড্র’য়ের পর দরিভাল বলেন, ‘এটি একটি প্রক্রিয়া, যার অনেকগুলো ধাপ রয়েছে। এর কোনো ধাপ বাদ দিয়ে আপনি পরের ধাপে যেতে পারবেন না। আমরা চমৎকার প্রস্তুতি নিয়েছি। তবে একটি দল হিসেবে সব খুব খুঁটিনাটি বিষয় আওতায় আনার জন্য তা যথেষ্ট না। তাই যেকোনো সময় আমাদের ভোগতে হতে পারে।’

গ্রুপপর্বে দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় কোয়ার্টারে মাঠে নামতে পারবেন না ভিনি। উরুগুয়ের বিপক্ষে দলের সেরা তারকাকে ছাড়াই মাঠে নামা কঠিন ব্রাজিলের জন্য। যা মানছেন দরিভাল। তিনি বলেন, ‘দুঃখজনকভাবে আমরা অনেক দিন ধরেই নেইমারকে পাচ্ছি না। কাজেই আমাদের এটাও মেনে নিতে হবে সব ম্যাচে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের আমরা পাবো না। অন্যদের তাই এগিয়ে আসতে হবে। এটাই একমাত্র উপায়। তবে আমি মনে করি উরুগুয়ের বিপক্ষে আমাদের ম্যাচটি কঠিন হতে যাচ্ছে।’

কোয়ার্টার ফাইনালের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল মাঠে নামবে আগামী ৭ জুলাই সকাল ৭ টায়।

;

কোয়ার্টারে মেসির খেলা নিয়ে শঙ্কা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

শুক্রবার (৫ জুলাই) ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। যেখানে লিওনেল মেসির খেলা নিয়ে এখনো আছে অনিশ্চয়তা। দলের মূল তারকাকে দলে পাবেন কিনা সে বিষয়ে সন্দেহ আছে কোচ লিওনেল স্কালোনির।

গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে খেলার সময় চোটে পড়েন আর্জেন্টাইন অধিনায়ক। ঊরুর মাংসপেশির সেই চোট বেশ কয়েকদিন আগে থেকেই ভোগাচ্ছিল মেসিকে, সেদিনের ম্যাচে আবারও চোট পাওয়ায় দলের হয়ে সবশেষ পেরুর বিপক্ষে ম্যাচে তিনি একাদশে ছিলেন না।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসি এখন আগের চেয়ে ভালো বোধ করছেন। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রকাশিত এক ভিডিওতে মেসি বল নিয়ে অনুশীলন করছেন এমনটাও দেখা গেছে। অনুশীলনের পাশাপাশি নিজের ফিটনেস নিয়েও কাজ করছেন মেসি।

টিওয়াইসির তথ্য মতে, যদি শুরুর একাদশে মেসিকে রাখার সুযোগ না হয়, প্রয়োজনে তাকে বেঞ্চ থেকে পরবর্তীতে মাঠে নামাবেন কোচ। আর মেসি বেঞ্চে থাককালীন দলের অধিনায়কের দায়িত্বে দেখা যাবে ডি মারিয়াকে। দলের কোচিং স্টাফদের মতামত অনুযায়ী, মেসি ও ডি মারিয়াকে তারা একসঙ্গে খেলাতে চান না। তাই এই দুজনকে একে অন্যের বিকল্প হিসেবে খেলতে হবে এই সম্ভাবনাই বেশি।

;

আবারও হারল মুস্তাফিজ-হৃদয়ের ডাম্বুলা সিক্সার্স



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এলপিএলের প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান। হেরেছিল তাদের দল ডাম্বুলা সিক্সার্সও। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছিল দলটি। কুসাল পেরেরার অপরাজিত ৫২ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংসে জাফনা কিংসকে ১৯২ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল তারা তবে শেষ পর্যন্ত কিংস সে লক্ষ্য টপকে গেছে ৪ উইকেট হাতে রেখেই।

আজ ব্যাট করার সুযোগ হয়নি হৃদয়ের। বোলিংয়ে ৩০ রান খরচায় ২ উইকেট পেলেও দলকে জেতাতে পারেননি ফিজ।

প্রথম ম্যাচে রান পাননি পেরেরা। এদিন যেন সেটাই শোধে আসরে মিটিয়ে দিয়েছিলেন তিনি। ব্যাট হাতে শুরুতে নেমে ইনিংসের শেষ পর্যন্ত উইকেটে ছিলেন। ৫২ বলে ৫ ছক্কা ও ১০ চারে করেন ১০২ রান। তার দিনে ফার্নান্দো করে ৩৫ বলে ৪০ ও চাপম্যান ২৩ বলে ৩৩ রান। ডাম্বুলার ইনিংস থামে ২ উইকেটে ১৯১ রানে। ব্যাট করার সুযোগ হয়নি হৃদয়ের।

আগের ম্যাচে বল হাতে দলকে ডুবিয়েছিলেন ফিজ। ৪৪ রান খরচায় তুলেছিলেন ১ উইকেট। এদিন অবশ্য বোলিংটা নেহায়েত মন্দ করেননি তিনি। ২ উইকেট তুলেছেন মাত্র ৩০ রান খরচায়। শুরুতে ৩৬ রানের মধ্যে ৩ ব্যাটারকের ফিরিয়ে চেপেও ধরেছিলেন। তবে পরবর্তীতে সেই চাপ ধরে রাখা যায়নি। ব্যাট হাতে আভিষ্কা ফার্নান্দো ৩৪ বলে ৮০ রানের ইনিংস খেলে জয়টা কেড়ে নেয় ডাম্বুলার কাছ থেকে।

তাকে দারুণ সঙ্গ দিয়েছেন আরেক ব্যাটার চারিথ আসালাঙ্কা। ৩৬ বলে ৫০ রান করেন এই ব্যাটার। তবে শেষ দিকে লড়াই জমিয়ে তুলেছিল ডাম্বুলা। ম্যাচ সুপার ওভারে গড়ানোর মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেসব কিছুই হয়নি। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে জাফনাকে ম্যাচ জিতিয়েছেন ফাবিন অ্যালেন।

এদিন ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও ফিল্ডিংয়ে দারুণ এক থ্রুতে ধনঞ্জয়া ডি সিলভাকে সাজঘরে ফিরিয়েছেন তাওহিদ হৃদয়।

;