বোলিংয়ে উজ্জ্বল সাকিব-শরিফুল, জয়ের হ্যাটট্রিক বাংলা টাইগার্সের 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-01 13:10:04

গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় দুই স্বদেশী সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণি ও শরিফুল ইসলামের পেস তোপের সামনে টিকতেই পারলো না প্রতিপক্ষ দল। দুজনে মিলে সাজঘরে ফিরিয়েছেন সারে জাগুয়ার্সের অর্ধেক দলকে। পরের ৪ উইকেটের জয়ে আসরে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করল বাংলা টাইগার্স মিসিসাগার। 

সাকিব-শরিফুলের বোলিং ছন্দের দিনের যোগ্য সঙ্গ দিয়েছেন ডেভিড ভিসা-কার্টিস ক্যাম্ফাররাও। এতে সবকটি উইকেট হারিয়ে জাগুয়ার্সের সংগ্রহ দাঁড়ায় স্রেফ ১০১ রানের। স্বল্প রানের সেই লক্ষ্যে পৌঁছাতে অবশ্য বেশ বেগই পেতেই হয়েছে সাকিবের দলটি। তবে এক ওভার হাতে রেখেই ৪ উইকেটের জয় পায় বাংলা টাইগার্স। 

হার দিয়ে আসর শুরু করলেও পরের টানা তিন ম্যাচেই জয়ের দেখা পেল বাংলা টাইগার্স। এতে তারা উঠে এসেছে তালিকার দুইয়ে। এদিকে এক ম্যাচ কম খেলে সমান ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মন্ট্রিয়েল টাইগার্স। 

আগের তিন ম্যাচের প্রত্যেকটিতেই বোলিংয়ে বেশ ছন্দে ছিলেন শরিফুল। তিন ম্যাচের তিনটিতেই নিয়েছিলেন একটি করে উইকেট। তবে আসরের চতুর্থ ম্যাচে এসে ৪ ওভার বল করে স্রেফ ১১ রান দিয়েই তুলে নিলেন ৩ উইকেট। এতে আসরে এখন পর্যন্ত চার ম্যাচে শরিফুলের মোট উইকেট সংখ্যা ৬।

এদিকে ব্যাটিংয়ে এখনও ছন্দ খুঁজে ফিরলেও বল হাতে একের পর এক দারুণ স্পেল করে যাচ্ছেন সাকিব। গত রাতের ম্যাচে ৪ ওভারে ২১ রান খরচে নিয়েছেন ২ উইকেটে। এতে আসরে এখন পর্যন্ত তারও উইকেট সংখ্যা ৬। এবং দুই স্বদেশী সাকিব ও শরিফুল যৌথভাবে পাঁচে আছেন আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায়। 

ব্রাম্পটনের গত রাতের ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জাগুয়ার্সের অধিনায়ক মার্কাস স্টয়নিস। পরে ব্যাট করতে নেমে দলীয় সর্বোচ্চ ৩৬ রান আসে তার ব্যাটেই। এছাড়া দশে নামা লোগান ফন বিক খেলেন ৩১ রানের সময় উপযোগী এক ইনিংস। এতেই ৪৬ রানে ৮ উইকেট হারিয়ে বসা দলটি শেষ পর্যন্ত পৌঁছায় তিন অঙ্কের সংগ্রহে। 

পরে স্বল্প রানের সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে পড়ে বাংলা টাইগার্সের ব্যাটারাও। ৪৫ রানেই তারা হারিয়ে বসে ৫ উইকেট। সাকিব ফেরেন ৭ বলে স্রেফ ১ রান করে। পরে দুই টেল অ্যান্ডার ভিসার ১৯ বলে অপরাজিত ২৭ এবং ডিলন হেইলিগারের ১৭ রানের ক্যামিওতে শঙ্কা কাটিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলা টাইগার্স। 

ব্যাটিংয়ের দারুণ পারফর্মের আগে বোলিং দুটি উইকেট ও দুটি ক্যাচও নিয়েছিলেন ভিসা। এতেই ম্যাচসেরা খেতাব পান নামিবিয়ার এই তারকা অলরাউন্ডার। বাংলা টাইগার্সের হয়ে টানা দুই ম্যাচেই ম্যাচসেরার খেতাব জিতলেন ভিসা।

এ সম্পর্কিত আরও খবর