ঋতু বদলে বেড়েছে মশার উপদ্রব



স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম
ঋতু বদলে বেড়েছে মশার উপদ্রব। ছবি: বার্তা২৪.কম

ঋতু বদলে বেড়েছে মশার উপদ্রব। ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

প্রকৃতিতে ঋতু বদলের সঙ্গে সঙ্গে খুলনায় মশার উপদ্রব বেড়েছে। রাতে মৃদু শীতল পরিবেশ আর দিনভর উত্তপ্ত আবহাওয়ার এ সময়ে মশার কামড়ে নগরজীবন অসহনীয় হয়ে উঠছে। দিনে কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর থেকে মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। মশার কামড়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থী, শিশু ও বৃদ্ধরা। বিঘ্ন ঘটছে শিক্ষার্থীদের পড়াশোনায়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সরেজমিন ঘুরে দেখা যায়, নগরীর প্রায় প্রতিটি এলাকার ড্রেন-নর্দমা অপরিচ্ছন্ন। নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় জমে থাকা দূষিত পানিতে মশা বংশবিস্তার করছে। সেই সঙ্গে মরার উপর খাড়ার ঘা খুলনায় চলমান ওয়াসার উন্নয়নমূলক প্রকল্প।

মধুমতি নদী থেকে পাইপলাইনের মাধ্যমে পানি এনে খুলনার নগরবাসীকে তা সরবরাহের বৃহৎ এ প্রকল্পের কারণে প্রধান সড়ক থেকে শুরু করে প্রতিটি এলাকা, এমনকি অলি-গলিতেও চলছে রাস্তা খোঁড়াখুঁড়ি। রাস্তা খোঁড়াখুঁড়ি করে পাইপলাইন বসানোর এ কাজের কারণে অনেক স্থানের ড্রেন-নর্দমা পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। ফলে মশার উৎপত্তি বাড়ছে প্রতিনিয়ত।

নগরবাসীর অভিযোগ, নিয়মিত ড্রেন-নর্দমা পরিষ্কার না করা, মশার বংশবিস্তারের উৎপত্তি স্থলে সঠিকভাবে ওষুধ প্রয়োগ না করা ও মশা নিধন কার্যক্রম তড়িৎ গতিতে না হওয়ায় নগরীতে এর উপদ্রব বাড়ছে।

নগরীর ২৭ নং ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী মাসুদ পারভেজ বার্তা২৪.কমকে বলেন, ‘একদিকে রাস্তা খোঁড়ার কারণে চলাচলে সমস্যা হয়, আরেকদিকে মশার কামড়ে অতিষ্ঠ হচ্ছি। দিনের বেলায়ও মশার কামড়ে কোথাও বসতে পারি না। এ কারণে নিত্যদিনের কাজকর্মে ব্যাঘাত ঘটছে। আমরা কবে যে এ দশা থেকে মুক্তি পাব ওপরওয়ালাই জানেন।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/14/1552549992570.jpg

খালিশপুরের বাসিন্দা নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নাহার সাদিয়া বলেন, ‘আমাদের এলাকার রাস্তাঘাট আর ড্রেনগুলো অনেক অপরিচ্ছন্ন। নিয়মিত পরিষ্কার করা হয় না। বিকেল থেকেই মশায় ঘরভর্তি হয়ে যায়। দুপুরে দরজা জানালা আটকে রাখি, তারপরেও এতো মশা কোথা থেকে আসে বুঝি না। বাধ্য হয়ে মশারি টাঙিয়ে তার ভেতরে বসে পড়তে হয়।’

নাগরিক আন্দোলনের সংগঠন জনউদ্যোগ খুলনার আহ্বায়ক কুদরত ই খুদা বার্তা২৪.কমকে জানান, মশা নিধনে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পদক্ষেপ দেখা যায় না। আগে বাড়িতে বাড়িতে মশার ওষুধ ছিটানো ও ফগার মেশিন দিয়ে ধোঁয়া দেয়া হতো। তা বর্তমানে দৃশ্যমান নয়। ফলে সন্ধ্যা হতেই মশারির মধ্যে ঢুকতে হচ্ছে শিক্ষার্থীদের। মশার অত্যাচার‌ে অতিষ্ঠ হচ্ছে সবাই। বড় অংকের বাজেট থাকার পরেও কর্তৃপ‌ক্ষের উদাসীনতাই জনসাধার‌ণের দুর্ভো‌গের কারণ। নাগরিক এ সমস্যা সমাধানে কেসিসি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

তবে খুলনা সিটি করপোরেশন সূত্র বলছে, নগরবাসীর অসচেতনতাই মশা বৃদ্ধির জন্য দায়ী। বাড়ির সেপটিক ট্যাংকের আউটলেট উন্মুক্ত রাখা, ড্রেনে অপদ্রব্য ফেলে পানি সরবরাহ বন্ধ করা, ঝোপ-ঝাড়-বাগানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার না করার ফলে মশার উপদ্রব বাড়ছে। এছাড়া শীত থেকে গরম আবহাওয়ায় পরিবর্তনের এ সময় মশার উপদ্রব কিছুটা বাড়ে।

খুলনা সিটি করপোরেশনের কনজারভেন্সি শাখার কর্মকর্তা মো. আনিসুর রহমান বার্তা২৪.কমকে বলেন, ‘মশা নিধনে আমাদের তৎপরতা অব্যাহত আছে। লার্ভিসাইড ও লাইট ডিজেল ছিটানোর পাশাপাশি ফগার মেশিন দিয়েও কার্যক্রম চালাচ্ছি আমরা। এছাড়াও উড়ন্ত মশক নিধনে ৩১টি ওয়ার্ডে ১০ জন করে তিনটি গ্রুপে ফগার মেশিন দিয়ে অ্যাডাল্ট্রিসাইড স্প্রে করা হচ্ছে। বর্তমানে মশার প্রজননের সময় চলছে। এ কারণে মশার উৎপাত বেড়েছে। ডিম নষ্ট করতেই ড্রেনগুলোতে লার্ভিসাইড ও লাইট ডিজেল স্প্রে করা হচ্ছে। দ্রুতই এ সমস্যা থেকে উত্তরণ ঘটবে। তবে আমাদের এতসব কার্যক্রমের মাঝেও সব থেকে গুরুত্বপূর্ণ হলো নাগরিকদের সচেতনতা।’

গাজীপুরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ হিরোইনসহ আটক ২



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
জব্দকৃত মালবাহী লড়ি।

জব্দকৃত মালবাহী লড়ি।

  • Font increase
  • Font Decrease

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হিরোইন জব্দ করেছে র‍্যাবের অভিযানিক দল।

বুধবার (০৩ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর পৌর এলাকার পল্লীবিদ্যুৎ জোড়া পাম্প এলাকায় অভিযান চালিয়ে একটি মালবাহী লড়ি থেকে হেরোইন উদ্ধার করা হয়। এসময় দুজন মাদক কারবারিকে আটক করে র‍্যাব।

তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা ও মাদকের বাজারমূল্য জানাননি র‍্যাব।

জানা গেছে, উত্তরবঙ্গ থেকে একটি মালবাহী লড়িতে হিরোইনের বড় একটি চালান আসছিল ঢাকার দিকে। এমন গোপন সংবাদ পেয়ে র‍্যাব-৪ এর একটি অভিযানকারী দল সেখানে চেকপোস্ট বসায়। এসময় সন্দেহজনকভাবে একটি লড়ি আটক করে তল্লাসি চালালে চালকের আসনের নিচ থেকে উদ্ধার করা হয় হিরোইনের বিপুল পরিমান প্যাকেট। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত র‍্যাবের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানোর কথা বলেছেন র‍্যাবের অধিনায়ক।

;

সমুদ্রের অর্থনীতি শক্তিশালী ও সমৃদ্ধ করতে কাজ করছে সরকার: স্পিকার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ সরকার সমুদ্র অর্থনীতি সমৃদ্ধের যে লক্ষ্যমাত্রা তা পূরণে এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখার জন্য কাজ করে যাচ্ছে। সামাজিক সচেতনতা, পর্যটন, গবেষণা, বিনিয়োগ সহ নানা বিষয়ে সমুদ্রের অর্থনীতি শক্তিশালী ও সমৃদ্ধ করতে কাজ করছে সরকার।

বুধবার (৩ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'ওশান প্রসপারিটি : স্যাটালাইজিং ব্লু ইকোনোমি ইন বাংলাদেশ; শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে জেনারেল ইকোনমিক ডিভিশন (জি ই ডি) ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। সেখানে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, সমুদ্র গবেষণার জন্য ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘সমুদ্র গবেষণা ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জাতীয় সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু তখনই উপলব্ধি করেছেন বঙ্গোপসাগর কত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা তারই আদর্শে কাজ করে যাচ্ছে।

এছাড়া সমুদ্রের সমৃদ্ধি বাড়াতে দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা একসাথে কাজ করতে হবে। সাসটেইনেবল ফিসিং টেকনোলজি গুরুত্বপূর্ণ। এজন্য বিনিয়োগ, গবেষণা করতে হবে। এতে করে বাংলাদেশ সমুদ্র অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জন করবে পরিবেশের ভারসাম্য বজায় রেখে জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। আমাদেরও সামুদ্রিক দূষণ হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ পরিকল্পনা কমিশন ও জেনারেল ইকোনমিক ডিভিশন (জিইডি) সচিব ড. মো: কাউসার আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম (অব.) এম পি। এছাড়া আরও উপস্থিত ছিলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সহ সভাপতি ইংমিন ইয়াং ও কান্ট্রি ডিরেক্টর ইডিমন জিনটিং প্রমূখ।

;

বৃষ্টিপাত কমে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
বৃষ্টিপাত কমে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

বৃষ্টিপাত কমে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

  • Font increase
  • Font Decrease

রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগেই গত কয়েক দিন ধরেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী ৬ জুলাই থেকে সারাদেশে বৃষ্টি কমে তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে।

বুধবার (০৩ জুলাই) সকালে আবহাওয়া পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

তবে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে বৃহস্পতিবার (৪ জুলাই) পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকবে বলে জানান এই আবহাওয়াবিদ।

আবুল কালাম মল্লিক জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে অঞ্চলে আগামী ৫-৬ জুলাই অতি ভারী বৃষ্টিপাত হবে। এরপর সারাদেশেই বৃষ্টিপাত কমে বাড়বে তাপমাত্রা।

আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে ২টি লঘুচাপ তৈরি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। এই অবস্থায় দেশের উপকূলীয় নদীবন্দরকে ১ নম্বর এবং সমুন্দ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার (০২ জুলাই) ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বুধবার (০৩ জুলাই) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (০৫ জুলাই) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

;

চট্টগ্রামে থানায় আসামির ঝুলন্ত মরদেহ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
চান্দগাঁও থানা/ছবি: সংগৃহীত

চান্দগাঁও থানা/ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার হাজত খানায় মো. জুয়েল (২৬) নামের এক আসামি ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

মো. জুয়েল চান্দগাঁও খেজুরতলা এলাকার মৃত আব্দুল মালেক প্রকাশ আব্দুল মাবুদের ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, পরোয়ানামূলে আসামি মো. জুয়েলকে গ্রেফতার করে থানার হাজতখানায় রাখা হয়। আজ ভোর ৬টা ২৫ মিনিটে জুয়েল নিজের পরনের শার্ট খুলে হাজতের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করে। সিসিটিভির ফুটেজে তা দেখা যায়।

ওসি আরও বলেন, জুয়েলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মোট ৭টি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

;