ফরিদপুরে এবার বাস চাপায় মা-ছেলেসহ ৩ পথচারী নিহত
ফরিদপুরের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই নগরকান্দা উপজেলায় বাস চাপায় মা-ছেলেসহ তিনজন পথচারী নিহত হয়েছেন।
শনিবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের কালনা এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রিশমা (৩০) ও তার ছেলে রাজু (১০) এবং ভিক্ষুক আবুল হোসেন।
আরও পড়ুন: ফরিদপুরে ব্রিজের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৭
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফরিদপুর-মাদারীপুর রুটের আরকে ট্রাভেলস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রিশমা ও তার ছেলে রাজু মারা যায়। আহতাবস্থায় ভিক্ষুক আবুল হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার সাখওয়াত হোসেন জানান, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে, দুপুর ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার ধুলদী রেলগেট এলাকায় ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে সাত যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।